Ajker Patrika

ফরিদগঞ্জে ২৩ স্থাপনা উচ্ছেদ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ০৫
ফরিদগঞ্জে ২৩ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর থাকা অবৈধ ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ১২ নম্বর চর দুঃখিয়া ইউনিয়নের পশ্চিম ফিরোজপুর বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ২৩টি ব্যবসা স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফিরোজপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে একটি অসাধু চক্র দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ তাঁদের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নির্দেশ দিলেও তা মানেননি। ফলে গত সোমবার ২৪ ঘণ্টার মধ্যে স্থাপনা সরিয়ে নিতে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের নেতৃত্বে গতকাল দুপুরে পুলিশসহ প্রশাসনের লোকজন

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও তাঁরা তা মানেনি। তাই জেলা প্রশাসকের নির্দেশে গতকাল এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত