Ajker Patrika

মা-ছেলে আছি, যা হয় হবে: জাহাঙ্গীর আলম

নাজমুল হাসান সাগর ও মোহাম্মদ আসাদুজ্জামান
আপডেট : ০৫ মে ২০২৩, ০৯: ৫১
মা-ছেলে আছি, যা হয় হবে: জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিলের আদেশ গতকাল বৃহস্পতিবার আপিলেও বহাল থাকল। এ বিষয়ে আজকের পত্রিকাকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মুঠোফোনে এই সাক্ষাৎকার নিয়েছেন নাজমুল হাসান সাগর ও মোহাম্মদ আসাদুজ্জামান।

আপিলেও তো আপনি প্রার্থিতা ফিরে পেলেন না। এখন কী ভাবছেন? 
আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। উপরে আল্লাহ আর নিচে জনগণ আছে। তাঁরা সবকিছু বিচার করবেন। আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায়বিচার পাব।

শেষ পর্যন্ত না পেলে কী করবেন? 
মা–ছেলে আছি, যা হয় হবে, কপালে যা আছে। আমার মা বলেছেন, সন্তানের যে ক্ষতি করেছে, এই ক্ষতির প্রতিবাদে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। মা হিসেবে যা বলবেন তার জন্য আমি ত্যাগ স্বীকার করব। মার সঙ্গে সন্তান জনতার আদালতে যাবে।

আপনি তো দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। এখন দল ব্যবস্থা নিলে কী করবেন? 
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যা বলবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। অন্য কারও সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় নেতাদের তেমন কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। যাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাঁরা শুধু হাই, হ্যালো করছেন। এ পর্যন্তই।

নির্বাচন নিরপেক্ষ হবে বলে মনে করেন কী? 
নির্বাচন কমিশন যা করছে, তা নিরপেক্ষ হচ্ছে না। কাউকে প্রচার করতে দিচ্ছে, সে সব পাওয়ার নিয়ে এখানে মিটিং করছে। আইন অনুযায়ী, ৯ তারিখে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার শুরু হবে। কিন্তু তা কী মানা হচ্ছে? আইন যাঁদের রক্ষা করার কথা তাঁরাই আইন ভাঙছেন। আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে ভালো। আর দেখে না থাকলে কিছু বলার নেই। আমি সবার প্রতি সন্মান রেখে বলছি, আমার শহরের মানুষের সন্মান রক্ষার্থে এখানে ভোট যেন সুন্দর হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সবাই যেন ভোট দিতে আগ্রহ বোধ করে। এই পরিবেশ তৈরি করে দেওয়া সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব।

সার্বিক বিষয়ে কিছু বলার আছে? 
যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি সেদিনই সবকিছু বলে দিয়েছি। তারপর আপনারা সবকিছু দেখছেন এবং বুঝতে পারছেন। নতুন করে বলার কী আছে? মরার আর মরা কী? অসুবিধা নাই, আল্লাহ ভরসা। নিজের নিরাপত্তার বিষয়টি আমি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আমি এখন পর্যন্ত ন্যায়বিচার পাইনি। আমি সর্বোচ্চ আদালত পর্যন্ত এটা নিয়ে চেষ্টা করব। আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গাজীপুরের মানুষের ভালোবাসার জায়গায় থাকতে চাই। আমি সর্বশেষ ভোটটা করতে চাই। আমি ঠিক করেছি না ভুল করেছি, জনগণের কাছে এটার পরীক্ষা দিতে চাই। এ জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই।

মেয়র পদ ফিরে পেতে আপনার করা রিটের শুনানি শেষে আদেশের অপেক্ষায় আছে। এ নিয়ে কিছু বলবেন?
আমি তিন বছর দায়িত্ব পালন করেছি। বাকি দুই বছর আটকে রয়েছে। ন্যায়বিচারের জন্য আমি আমার প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই আবেদন করে রাখছি।

সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের পত্রিকাকেও ধন্যবাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত