Ajker Patrika

স্কুলছাত্র হত্যায় ১ জনের ফাঁসি ২ জনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ১১
স্কুলছাত্র হত্যায় ১ জনের ফাঁসি ২ জনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরের আলোচিত স্কুলছাত্র দেব দত্তকে অপহরণ ও হত্যা মামলায় সবুজ মল্লিক (২৩) নামের এক আসামিকে ফাঁসিসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাবিবুর রহমান হাব্বুল (৩৩) নামের এক আসামির আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং এরশাদ আলী (২৩) নামের আরেকজনকে আমৃত্যু কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় দেন। এ সময় আসামি সবুজ মল্লিক উপস্থিত ছিলেন। তবে মামলার অন্য দুই আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুন মাসের ৯ তারিখ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলার চিথলিয়া গ্রামের চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তকে অপহরণ করা হয়। এর একদিন পরে দেব দত্তের পিতা পবিত্র কুমারের মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ওই ঘটনায় দেব দত্তের পিতা পবিত্র কুমার বাদী হয়ে ১১ জুন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এই মামলার দণ্ডপ্রাপ্ত ২ আসামি পলাতক আছে। তাদের গ্রেপ্তারের ব্যাপারের আদালত নির্দেশনা প্রদান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত