Ajker Patrika

শ্রদ্ধায় স্মরণ জাতীয় চার নেতাকে

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ৪১
শ্রদ্ধায় স্মরণ জাতীয়  চার নেতাকে

পার্বত্য চট্টগ্রামের জেলা-উপজেলায় শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জাতীয় চার নেতাকে। জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার আওয়ামী লীগ নানা কর্মসূচি আয়োজন করে। এর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন। পরে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার তিন মাসের কম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে।

লংগদুতে জেল হত্যা দিবসের আলোচনায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী চৌধুরী বলেছেন, ‘জাতীয় চার নেতার অপরাধ ছিল তাঁরা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। তাঁদের কথা না শোনায় পাকিস্তানি দোসরেরা বঙ্গবন্ধুর পরে তাঁদের জেলে রেখে হত্যা করেছে।’

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নানিয়ারচর (রাঙামাটি): রাঙামাটির নানিয়ারচরে গতকাল আলোচনা সভায় আয়োজন করে উপজেলায় আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহসভাপতি আনসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

লংগদু: রাঙামাটির লংগদু উপজেলা সদরে গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।

এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফিরোজা বেগম চিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক চিত্ত রঞ্জন দাশ, সাংস্কৃতিক সম্পাদক মো. ইসাহাক, জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম ও আছমা বেগম প্রমুখ।

মানিকছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মানিকছড়িতে গতকাল উপজেলা আওয়ামী লীগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. শফিকুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন।

মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনার সভার সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি বাবুল বণিক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হ‌ুমায়ূন মোরশেদ খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি রাকিব হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর ছাত্রলীগের সভাপতি আ. রাজ্জাক; উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম; শ্রমিক লীগের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত