Ajker Patrika

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

যশোর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭: ৫৯
চালককে হত্যা করে  ইজিবাইক ছিনতাই

যশোরে আবদুল্লাহ (১৮) নামের এক চালকে কুপিয়ে হত্যা করে তাঁর ইজিবাইক নিয়ে পালিয়েছেন দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে হাসিবুর রহমান (২০) নামের এক তরুণকে আটক করেছে।

আটক হাসিবুর রহমান হাসিব যশোর সদর উপজেলার তরফ নোয়াপাড়া এলাকার আব্দুল গনির ছেলে। আর নিহত আব্দুল্লাহ যশোর সদরের সুলতানপুর এলাকার মোজাদুজ্জামানের ছেলে।

নিহতের ভাই শফিকুজ্জামান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে আমরা খবর পাই ঘুরুলিয়া-পাঁচবাড়িয়া সড়কের ফাঁকা স্থানে আবদুল্লাহর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে। এর আগে তিনি ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে রাত পৌনে ৪টার দিকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।’

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানিয়েছেন, হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের জন্যই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। ইতিমধ্যেই শহরতলির ঝুমঝুমপুরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হাসিবুরকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি চাকুও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু তথ্য মিলেছে। সেগুলো খতিয়ে দেখার পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত