Ajker Patrika
সাক্ষাৎকার

২০২৪ সালেও কারও গায়ের রং দিয়ে বিচার করা দুঃখজনক: সাবিলা নূর

২০২৪ সালেও কারও গায়ের রং দিয়ে বিচার করা দুঃখজনক: সাবিলা নূর

নারী দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘বিদিশা’। এতে নামভূমিকায় অভিনয় করেছেন সাবিলা নূর। বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নতুন নাটক ও অন্যান্য বিষয়ে সাবিলা নূরের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ

নারী দিবস উপলক্ষে ইউটিউবে আজ প্রকাশ পাচ্ছে নাটক বিদিশা। এই নাটকের গল্প কী নিয়ে? 
বিদিশা নামের একজন নারীর জীবনের স্ট্রাগল তুলে ধরা হয়েছে এই নাটকে। নানা সময়ে, নানা কারণে কটু কথা শুনতে হয় বিদিশাকে। তার গায়ের রঙের কারণে মানুষের কথা শুনতে হয়, হেয় হতে হয়। সে কেন অন্য মেয়েদের মতো নয়, তা নিয়ে কথা শুনতে হয়। এসবের ঊর্ধ্বে গিয়ে নিজেকে প্রমাণ করতে চায় বিদিশা। আজ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে রিলিজ হবে নাটকটি। 

বাস্তব জীবনেও গায়ের রঙের কারণে অনেকেই ট্রলের শিকার হয়ে থাকেন। তারকাদের ক্ষেত্রেও এমনটা দেখা যায়। এই বিষয়টি আপনি কীভাবে দেখেন?
আমি এ বিষয়ে যেভাবে ভাবি, সে বিষয়টি বিদিশা নাটকে ফুটে উঠেছে। গায়ের রং কারও যোগ্যতার মাপকাঠি হতে পারে না। একজন মানুষের গায়ের রং কেমন হবে, সেটা তো তার হাতে থাকে না। যোগ্যতা দিয়ে মানুষকে মূল্যায়ন করা উচিত, গায়ের রং দেখে নয়। ২০২৪ সালে এসেও কারও গায়ের রং দিয়ে বিচার করা খুব দুঃখজনক। 

বিদিশা চরিত্রে অভিনয়ের জন্য কালো মেকআপ করতে হয়েছে। অনেক অভিনয়শিল্পী অভিযোগ করেন নাটকের মেকআপ ব্যবস্থা ও মেকআপ আর্টিস্ট নিয়ে। এই নাটকে তেমন সমস্যায় পড়তে হয়েছে?
চ্যালেঞ্জটা শুধু মেকআপ আর্টিস্টদের নয়। এখানে বাজেটেরও একটা চ্যালেঞ্জ থাকে। নাটকে এখনো মেকআপের কথা আলাদা করে ভাবা হয় না। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ভিন্ন ভিন্ন মেকআপ করতে হয়। তার জন্য আলাদা বাজেটের প্রয়োজন হয়, যেটা আমাদের নাটকে থাকে না। তাই আমাদের মেকআপ আর্টিস্টরা চাইলেও নিজের মতো করে কাজ করতে পারেন না। আমাদের দেশে অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছেন। তাঁরা যদি প্রপার প্রডাক্ট পান, তাহলে অবশ্যই ভালো কাজ করতে পারবেন। 

বিদিশা নাটকের মেকআপ নিয়ে আপনি কি সন্তুষ্ট? 
এই নাটকের একটি মুখ্য বিষয় ছিল বিদিশার গায়ের রং। সেটা ঠিকঠাক করার জন্য পুরো টিম সজাগ ছিল। মেকআপের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টিও জড়িত। আমাদের এখানে আর্দ্রতা বেশি। তাই মেকআপ বেশি সময় স্থায়ী হয় না। এই বিষয়টিও মাথায় রাখতে হয়। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। ভালো মেকআপ দেওয়ার জন্য আর্টিস্ট তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে কাজটি করে আমি সন্তুষ্ট। এরপরও ছোটখাটো কিছু ভুল হতে পারে। আমার বিশ্বাস, সব দিক বিবেচনায় দর্শকেরা সেই ছোট ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

সাম্প্রতিক সময়ে আপনার অভিনীত নাটকের সংখ্যা কমে গেছে, কারণ কী? 
এখন বেছে বেছে কাজ করার চেষ্টা করছি। গল্প ও চরিত্রে ভিন্নতা থাকলে, আমার ভালো লাগলে, তবেই কাজ করছি। আগে রেগুলার শুটিং করতাম। আমার মনে হয়, তখন নিয়মিত শুটিংয়ের প্রয়োজন ছিল। আমি তো থিয়েটার থেকে আসিনি। কাজ করতে করতে অভিনয়টা শিখেছি। শুটিং করতে করতে টেকনিক্যাল বিষয়গুলো জেনেছি। সেটা মেকআপ থেকে শুরু করে লাইট, ক্যামেরা অ্যাঙ্গেল—সব। যতটুকু শিখেছি, বুঝেছি, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন ভালো মানের কাজগুলোই করতে চাইছি। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তাই ভালো কাজের সঙ্গেই থাকতে চাই। স্ক্রিনে কম দেখা গেলেও দর্শক যেন আমার কাজ নিয়ে সন্তুষ্ট থাকে। 

সামনে রোজার ঈদ। এবারের ঈদের নাটক নিয়ে কী পরিকল্পনা? 
ঈদের জন্য আগেই কয়েকটি নাটকের শুটিং করা আছে। ইচ্ছা আছে, আরও কয়েকটি নাটকে কাজ করার। সংখ্যায় কম হলেও ভিন্ন ধরনের কিছু নিয়েই দর্শকের সামনে আসতে চাই। চ্যানেল কনফার্ম হলে বিস্তারিত জানাব। 

গত বছর প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন। ওয়েবেও তো আপনাকে নিয়মিত দেখা যাচ্ছে না? 
‘মারকিউলিস’ রিলিজের পর কয়েকটি ওয়েব ফিল্ম নিয়ে কথাবার্তা হয়েছিল। ব্যাটে-বলে না মেলায় শেষ পর্যন্ত কাজগুলো করা হয়নি। সম্প্রতি নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছি। এ মাসেই শুটিং শুরু হবে। এখন এর চেয়ে বেশি বলা যাবে না। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। 

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হলো। সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কী?
এ বছরেই নতুন একটি সিনেমার শুটিং করব। মৌখিকভাবে সব চূড়ান্ত হয়েছে। ওয়েব সিরিজটির শুটিং শেষ করেই সিনেমার রিহার্সাল করার পরিকল্পনা আছে। আগামী মাসেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা আছে। তখনই সবাই জানতে পারবেন সিনেমার পরিচালক কে, অভিনয়শিল্পী কারা, গল্প কেমন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত