Ajker Patrika

কোচদের কাজ ভাগ করছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৪: ৫৩
কোচদের কাজ ভাগ করছে বিসিবি

আগামী পাঁচ বছর তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে তুমুল ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে ভালো করতে এখনই ভিন্ন পরিকল্পনা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সে লক্ষ্যেই পাইপলাইন সমৃদ্ধ করার সঙ্গে কোচদের কাজের পরিধিও সমন্বয় করতে চাচ্ছে বিসিবি। সেটারই প্রথম ধাপে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন ভারতের এ সাবেক অলরাউন্ডার।

শ্রীরামের সঙ্গে আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এই সময়ে তাঁর কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়তে পারে। শ্রীরামের দায়িত্বের বিষয়টি গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই জানিয়েছেন। অস্ট্রেলিয়াপ্রবাসী এই স্পিন বোলিং অলরাউন্ডার ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ার স্পিন কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। আইপিএলেও কোচিং প্যানেলে ছিলেন তিনি। কোচ হিসেবে শ্রীরামের আইপিএল অভিজ্ঞতা বিবেচনায় নিয়েছে বিসিবি। তাঁকে দায়িত্ব দেওয়ার কারণ হিসেবে পাপন বলেছেন, ‘কিছু বিষয় বিবেচনায় তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম, যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’

২৭ আগস্ট শুরু এশিয়া কাপ থেকে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের সঙ্গে কাজ করবেন শ্রীরাম। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘ক্রিকেটীয় দিক দিয়ে ২৫ বছর, শীর্ষ পর্যায়ে ৯ বছরের কোচিং অভিজ্ঞতা আছে আমার। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ।’

তবে এশিয়া কাপে প্রধান কোচের ভূমিকায় রাসেল ডমিঙ্গো থাকছেন কি না, সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহ বাকি থাকলেও পাপনের দাবি, কে যাচ্ছেন, সেটা এখনো ঠিক হয়নি, ‘২২ আগস্ট (পরশু) সবার (কোচিং প্যানেল) সঙ্গে বসব। এরপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের এখনো পর্যন্ত ভাবনা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সবকিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে মাত্রায় খেলা, ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব না।’

পাপনের কথায় বোঝা যাচ্ছে, এশিয়া কাপে না-ও দেখা যেতে পারে ডমিঙ্গোকে। ২০১৯ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন এই দক্ষিণ আফ্রিকান। গত বছরের অক্টোবরে তাঁর চুক্তি নবায়ন করা হয়। ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘তার (ডমিঙ্গো) সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত।’ সে হিসেবে ডমিঙ্গোর বাংলাদেশ-অধ্যায় শেষ, সেটিও বলার উপায় নেই। তবে এশিয়া কাপে তিনি দলের সঙ্গে থাকছেন কি না, সেটি বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলতে চাননি।

ব্যস্ত সূচি মাথায় রেখে অনেক কিছুই ঢেলে সাজাতে চাচ্ছে বিসিবি। এ ক্ষেত্রে ভূমিকা বদলে যেতে পারে ব্যাটিং পরামর্শক জিমি সিডন্সেরও। জাতীয় দল থেকে সরিয়ে ডেভেলপমেন্টে তাঁকে কাজে লাগানোর কথা ভাবছে বিসিবি। এ নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘আমরা মূলত ওকে (সিডন্স) এনেছিলাম পাইপলাইনকে মজবুত করতে। সে তাই ডেভেলপমেন্টে কাজ করবে। ওরও ইচ্ছা সেটাই। কিন্তু দুর্ভাগ্য, এখন শুধু দলের সঙ্গে ভ্রমণ করছে আর কিছুই হচ্ছে না।’

পাইপলাইন মজবুতে সিডন্স কীভাবে কাজ করবেন, সেটাও ঠিক করে রেখেছে বিসিবি। সিডন্সের কাজের ধরন নিয়ে পাপন বলেন, ‘জেমি শুধু ডেভেলপমেন্টের জায়গাগুলো নিয়ে কাজ করবে। নতুন ১০-১৫টা ছেলেকে আমরা ওর কাছে দিয়ে দেব। বিভিন্ন বয়সভিত্তিক দল, এইচপি, বাংলা টাইগার্স ও ‘এ’ দল থেকে আমরা এই খেলোয়াড়দের নেব। তাদের নিয়ে কাজ করে খেলোয়াড়দের সে তৈরি করে দেবে। এ কাজে সে এক বছর সময় চাচ্ছে। এক বছর হলে সে প্রতিটা পজিশন অনুযায়ী আমাদের ব্যাটার দিতে পারবে।’ সে ক্ষেত্রে এশিয়া কাপে না-ও যাওয়া হতে পারে সিডন্সেরও। এশিয়া কাপে না গেলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন তিনি। কোচদের কাজের পরিধি সব পরিষ্কার হয়ে যাবে সোমবারের বৈঠকের পর। সিডন্স ঢাকাতেই আছেন। ডমিঙ্গো গতকাল ফিরেছেন। আর শ্রীরাম আসছেন আগামীকাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত