বিরতি ভেঙে গত ঈদের ‘তারার মেলা’ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন কুসুম সিকদার। এতে তাঁর সঙ্গে ছিলেন চিত্রনায়ক মামনুন ইমন। শুধু উপস্থাপনাই নয়, নতুন আরও একটি কাজের খবর জানালেন এই অভিনেত্রী। অভিনয় থেকে দূরে থাকলেও কুসুম সিকদার সম্প্রতি ‘মরীচিকা মায়া’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন।
পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। এতে তাঁর সহশিল্পী কাজী সাকিব। বঙ্গ ইউটিউব থেকে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল কুসুম সিকদারের গাওয়া গান নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘নেশা’। গানটির পাঁচ বছর পূর্তিতে নতুন গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ‘এই দিন হোক রঙিন/পূর্ণতায় অমলিন’—এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন কুসুম সিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। সংলাপ ও গান মিলিয়ে ৭ মিনিটের ফিল্মটি এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
কুসুম সিকদার বলেন, ‘সিনেমার ঢঙেই মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে। গল্পের চাহিদার কথা মাথায় রেখে কক্সবাজার ও টেকনাফের মনোরম লোকেশনে দুই দিন এবং সাভারের বিরুলিয়া ইউনিয়নে এর শুটিং করেছি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
২০১৮ সালে হানিফ সংকেতের পরিচালনায় ‘শেষ অশেষের গল্প’ নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন কুসুম সিকদার। এটি ছিল কোরবানির ঈদের নাটক। এরপর প্রায় চার বছর বিরতি। উপস্থাপনা ও গান দিয়ে বিরতি ভেঙেছেন কুসুম। তবে অভিনয়ে ফিরছেন কবে?
কুসুম বলেন, ‘সবাই জানেন ছোট পর্দায় আমার অনুপস্থিতির কারণ। ব্যক্তিগত কারণে অভিনয়ে বিরতি নিয়েছিলাম। এরপর করোনার কারণে দুই বছর তো কাজ প্রায় বন্ধই ছিল। সবকিছু মিলিয়ে অভিনয় করা হয়নি। এর মধ্যে অনেকেই আমাকে অভিনয়ে ফেরার কথা বলেছেন। ব্যাটে-বলে হয়নি বলে ফেরা হয়নি। তবে এটাও সত্যি, এত কিছুর পরও আমার মন পড়ে থাকে অভিনয়ে। ভক্তরা যেমন আমাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, আমিও সুযোগ খুঁজেছি ভালো কিছু কাজের মধ্য দিয়ে তাঁদের সামনে দাঁড়াতে। ভালো কোনো কাজের প্রস্তাব পেলে আবারও অভিনয় করব।’
অভিনয়ের দুই দশক পার করেছেন কুসুম। মূলত অভিনেত্রী হলেও গানের সঙ্গে তাঁর সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। এর আগে তাঁর গাওয়া একক অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’ ও দুটি মিক্সড অ্যালবাম ‘জীবনে যত চাওয়া’ ও ‘অদলবদল’ প্রকাশিত হয়েছে।
বিরতি ভেঙে গত ঈদের ‘তারার মেলা’ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন কুসুম সিকদার। এতে তাঁর সঙ্গে ছিলেন চিত্রনায়ক মামনুন ইমন। শুধু উপস্থাপনাই নয়, নতুন আরও একটি কাজের খবর জানালেন এই অভিনেত্রী। অভিনয় থেকে দূরে থাকলেও কুসুম সিকদার সম্প্রতি ‘মরীচিকা মায়া’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন।
পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। এতে তাঁর সহশিল্পী কাজী সাকিব। বঙ্গ ইউটিউব থেকে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল কুসুম সিকদারের গাওয়া গান নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘নেশা’। গানটির পাঁচ বছর পূর্তিতে নতুন গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ‘এই দিন হোক রঙিন/পূর্ণতায় অমলিন’—এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন কুসুম সিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। সংলাপ ও গান মিলিয়ে ৭ মিনিটের ফিল্মটি এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
কুসুম সিকদার বলেন, ‘সিনেমার ঢঙেই মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে। গল্পের চাহিদার কথা মাথায় রেখে কক্সবাজার ও টেকনাফের মনোরম লোকেশনে দুই দিন এবং সাভারের বিরুলিয়া ইউনিয়নে এর শুটিং করেছি। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
২০১৮ সালে হানিফ সংকেতের পরিচালনায় ‘শেষ অশেষের গল্প’ নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন কুসুম সিকদার। এটি ছিল কোরবানির ঈদের নাটক। এরপর প্রায় চার বছর বিরতি। উপস্থাপনা ও গান দিয়ে বিরতি ভেঙেছেন কুসুম। তবে অভিনয়ে ফিরছেন কবে?
কুসুম বলেন, ‘সবাই জানেন ছোট পর্দায় আমার অনুপস্থিতির কারণ। ব্যক্তিগত কারণে অভিনয়ে বিরতি নিয়েছিলাম। এরপর করোনার কারণে দুই বছর তো কাজ প্রায় বন্ধই ছিল। সবকিছু মিলিয়ে অভিনয় করা হয়নি। এর মধ্যে অনেকেই আমাকে অভিনয়ে ফেরার কথা বলেছেন। ব্যাটে-বলে হয়নি বলে ফেরা হয়নি। তবে এটাও সত্যি, এত কিছুর পরও আমার মন পড়ে থাকে অভিনয়ে। ভক্তরা যেমন আমাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, আমিও সুযোগ খুঁজেছি ভালো কিছু কাজের মধ্য দিয়ে তাঁদের সামনে দাঁড়াতে। ভালো কোনো কাজের প্রস্তাব পেলে আবারও অভিনয় করব।’
অভিনয়ের দুই দশক পার করেছেন কুসুম। মূলত অভিনেত্রী হলেও গানের সঙ্গে তাঁর সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। এর আগে তাঁর গাওয়া একক অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’ ও দুটি মিক্সড অ্যালবাম ‘জীবনে যত চাওয়া’ ও ‘অদলবদল’ প্রকাশিত হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫