Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ৩৯
খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে গতকাল সিলেটে সমাবেশ করেছে যুবদল। নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি।

এ সময় তিনি বলেন, ‘সরকারকে বাধ্য করব বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে। সমাবেশ থেকে সরকারকে খুব পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই যে, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করুন। তা না হলে সমাবেশের মধ্য দিয়ে এবার যে আন্দোলন শুরু হলো সেই আন্দোলন আপনাকে গদিচ্যুত করবে।’

মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে এবং মহানগর সদস্যসচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ সমাবেশ পরিচালনা করেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগীয় টিমের প্রধান শহীদুল্লাহ তালুকদার বলেন, ‘আমাদের সবার লক্ষ্য এক এবং অভিন্ন। তবে পথ আলাদা হতে পারে। আজকে আমাদের দেহ মন অ্যানেসথেসিয়া দিয়ে অবশ করে রাখা হয়েছে। তিনি জাতির একজন নেতা। তাঁর প্রয়োজনীয়তা সবাই আমরা অনুভব করি।’

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আনছার উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সদস্য আনোয়ার হোসেন মানিক, মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত