Ajker Patrika

শাবান মাসে নফল রোজা

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৫: ০৫
শাবান মাসে  নফল রোজা

পবিত্র রমজান মাস সিয়াম সাধনায় কাটাতে এখন থেকেই আমাদের প্রস্তুত হতে হবে। শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার মাধ্যমে মহানবী (সা.) রমজানের প্রস্তুতি সম্পন্ন করতেন। তাই এ মাসে নফল রোজার আলাদা ফজিলত ও তাৎপর্য রয়েছে।

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, ‘শাবান মাস এলেই রাসুলুল্লাহ (সা.) লাগাতার রোজা রাখতেন। ফলে আমরা বলতাম, তিনি আর রোজা বাদ দেবেন না। আবার কখনো রোজাহীনও থাকতেন, যার কারণে আমরা বলতাম, আর রাখবেন না। আমি আল্লাহর রাসুল (সা.)-কে রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি। তেমনি শাবানের চেয়ে বেশি অন্য কোনো মাসে (নফল) রোজা রাখতেও দেখিনি। (বুখারি)

প্রতি মাসের মতো শাবান মাসেও সাপ্তাহিক ও মাসিক নফল রোজা রাখা সুন্নত। কারণ মহানবী (সা.) প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। উম্মতকে এই দুই দিন রোজা রাখার জোর তাগিদ দিয়েছেন তিনি। আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) সোম ও বৃহস্পতিবারের রোজার প্রতি বেশি খেয়াল রাখতেন।’ (তিরমিজি)

প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ নফল রোজা রাখার ফজিলতও অসংখ্য। এগুলোকে আইয়ামে বিজের রোজা বলা হয়। মহানবী (সা.) বলেন, ‘ধৈর্যের মাস হলো রমজান, আর প্রতি মাসে তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য।’ (নাসায়ি) অন্য হাদিসে সেই তিন দিন নির্ধারণ করে দেন তিনি। সাহাবি আবু জর গিফারি (রা.)-কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আবু জর, যদি তুমি প্রতি মাসের তিন রোজা রাখতে চাও, তাহলে (প্রতি চাঁদের) ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখো।’ (তিরমিজি)

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত