Ajker Patrika

রাস্তার পাশের বালু নিয়ে দুর্ভোগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৫
রাস্তার পাশের বালু নিয়ে দুর্ভোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশে জনবসতিপূর্ণ এলাকায় চলছে ইট-বালুর ব্যবসা। স্তূপ করে রাখা হয়েছে এসব বালু। আর এ স্তূপ থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে ধুলাবালু। এতে ভোগান্তিতে রয়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দা।

সরেজমিনে দেখা গেছে, সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের পূর্বপাশে গদি বসিয়ে চলছে এই ব্যবসা। জনবসতি ও মূল সড়কের পাশে অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে বালুর উঁচু স্তূপ। এদিকে বাল্কহেডের মাধ্যমে মূল রাস্তা কেটে পাইপ দিয়ে বালু আনা হচ্ছে। এই স্তূপ থেকে বালু বাতাসে উড়ে রাস্তায় এসে পড়ছে। স্তূপ থেকে ঢাকনাবিহীন ড্রামট্রাক, মাহিন্দ্রার ট্রাক্টর, ট্রলি ও ভ্যানগাড়ি বোঝাই করে উপজেলার বিভিন্ন স্থানে বালু নেওয়া হচ্ছে। এতে পিচঢালাইয়ের রাস্তা বালুতে পরিণত হয়েছে। এ ছাড়া বালু উড়ে আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলাবালুর কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও পরিবহনের চালকেরাও পড়েছেন বিপাকে।

পথচারী মো. ইকবাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তার পাশে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে লোকমান কাকা। এতে মানুষ, পরিবেশ ও রাস্তাঘাট নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘স্কুলশিক্ষার্থী, পথচারী, নারী ও শিশুরা বালুর কারণে নানা অসুখে ভুগছেন। বিশেষ করে সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ’

মেসার্স খান ব্রাদার্সের মালিক মো. লোকমান খান বলেন, ‘আমি রাস্তার পাশে যে বালু রয়েছে, তা সরিয়ে দেব। আমাকে দুই দিনের সময় দেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, এ বিষয়ে আগে কেউ অভিযোগ করেননি। আপনার মাধ্যমেই শুনলাম। তাই সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত