Ajker Patrika

আধুনিক কৃষিযন্ত্র পরিচিত করতে কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ১৪
আধুনিক কৃষিযন্ত্র পরিচিত করতে কর্মশালা

৫৫ শতাংশ হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত চাষযোগ্য বিভিন্ন কৃষি প্রযুক্তির পরিচিতি ও সম্প্রসারণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন বিনা, ময়মনসিংহ।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পরমাণুবিজ্ঞানী ডন মির্জা মোবাইল ইসলাম। কর্মশালায় বিনা উদ্ভাবিত ফসলের জাতসমূহের পরিচিতি ও চাষ পদ্ধতি, সম্প্রসারণ প্রযুক্তিসমূহের পরিচিতি এবং শস্য বিন্যাসে অন্তর্ভুক্তির সম্ভাবনা বিষয়ে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বিনার গবেষণা বিভাগের পরিচালক ডল মো. আবদুল মালে কের সভাপতিত্বে কর্মশালায় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডল মঞ্জুরুল আলো মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

সারা দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশন ও বীজ প্রত্যয়ন এজেন্সির ৩৪ জন কর্মকর্তা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত