বরিশাল প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে বরিশালের বাকেরগঞ্জের ৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হয়েছে। গতকাল সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। কেন্দ্রগুলোতে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। তবে কেন্দ্র দূরবর্তী এলাকায় হওয়ায় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংকটের কারণে কোথাও কোথাও ভোট দিতে গিয়ে দুর্ভোগে পরেন ভোটাররা।
উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা পল্লি মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টায় গিয়ে দেখা যায় নারী-পুরুষের দীর্ঘ লাইন। ৮০ বছরের কেতাব জান নুয়ে নুয়ে ভোট দিতে এসেছেন কেন্দ্রে। একই অবস্থা ৭০ বছরের নুরজাহান বেগমের।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহানকে দেখা গেল মোটরসাইকেলে চড়ে ছুটে এসেছেন একটি কেন্দ্রে। তিনি বলেন, ভোটের পরিবেশ শান্ত ও সুষ্ঠ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়সহ র্যাব, পুলিশের একাধিক দল ছিল নির্বাচনী এলাকায়।
তবে ভোটাররা জানিয়েছেন, কেন্দ্রগুলো দুর্গম এলাকায় হওয়ায় সাধারণের ভোট দিতে আসতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। দূর্গাপাশা ইউনিয়নে স্থায়ী কোনো স্কুল না থাকায় ফাঁকা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ চিত্র দেখা গেছে। অনেকটা বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো ভোট কেন্দ্র হওয়ায় এ নিয়ে ভোটার ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আনন্দ উৎসবের মধ্য দিয়েই ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহম্মেদ হাওলাদার।
দূর্গাপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, সকাল থেকে দল বেঁধে ভোটারেরা কাদামাটি পেরিয়ে ভোটকেন্দ্রের শামিয়ানার দিকে যাচ্ছেন।
সেখানকার প্রবীণ বাসিন্দা মো. ইউনুস বলেন, ৪ নম্বর ওয়ার্ডে থাকা একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এরপর পার্শ্ববর্তী ৫ নম্বর ওয়ার্ডে স্কুল প্রতিষ্ঠা করা হলেও ৪ নম্বর ওয়ার্ডে কোনো স্কুল প্রতিষ্ঠিত হয়নি। ভোটের জন্য ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অন্য ওয়ার্ডে গিয়ে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নির্বাচন কমিশন থেকে স্থানীয় তোফাজ্জেল মিয়ার বাড়ির খোলা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণ করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহম্মেদ হাওলাদার জানান, এখানে কোনো স্কুল না থাকায় ফাঁকা মাঠের মধ্যে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ করা হচ্ছে। এদিকে উপজেলার চরামদ্দি ইউনিয়নেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ভোট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
উৎসবমুখর পরিবেশে বরিশালের বাকেরগঞ্জের ৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হয়েছে। গতকাল সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। কেন্দ্রগুলোতে প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। তবে কেন্দ্র দূরবর্তী এলাকায় হওয়ায় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংকটের কারণে কোথাও কোথাও ভোট দিতে গিয়ে দুর্ভোগে পরেন ভোটাররা।
উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা পল্লি মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে ১১টায় গিয়ে দেখা যায় নারী-পুরুষের দীর্ঘ লাইন। ৮০ বছরের কেতাব জান নুয়ে নুয়ে ভোট দিতে এসেছেন কেন্দ্রে। একই অবস্থা ৭০ বছরের নুরজাহান বেগমের।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহানকে দেখা গেল মোটরসাইকেলে চড়ে ছুটে এসেছেন একটি কেন্দ্রে। তিনি বলেন, ভোটের পরিবেশ শান্ত ও সুষ্ঠ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়সহ র্যাব, পুলিশের একাধিক দল ছিল নির্বাচনী এলাকায়।
তবে ভোটাররা জানিয়েছেন, কেন্দ্রগুলো দুর্গম এলাকায় হওয়ায় সাধারণের ভোট দিতে আসতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। দূর্গাপাশা ইউনিয়নে স্থায়ী কোনো স্কুল না থাকায় ফাঁকা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ চিত্র দেখা গেছে। অনেকটা বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো ভোট কেন্দ্র হওয়ায় এ নিয়ে ভোটার ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আনন্দ উৎসবের মধ্য দিয়েই ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহম্মেদ হাওলাদার।
দূর্গাপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, সকাল থেকে দল বেঁধে ভোটারেরা কাদামাটি পেরিয়ে ভোটকেন্দ্রের শামিয়ানার দিকে যাচ্ছেন।
সেখানকার প্রবীণ বাসিন্দা মো. ইউনুস বলেন, ৪ নম্বর ওয়ার্ডে থাকা একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এরপর পার্শ্ববর্তী ৫ নম্বর ওয়ার্ডে স্কুল প্রতিষ্ঠা করা হলেও ৪ নম্বর ওয়ার্ডে কোনো স্কুল প্রতিষ্ঠিত হয়নি। ভোটের জন্য ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অন্য ওয়ার্ডে গিয়ে ভোট দিতে আগ্রহী না হওয়ায় নির্বাচন কমিশন থেকে স্থানীয় তোফাজ্জেল মিয়ার বাড়ির খোলা মাঠে অস্থায়ী ভোট কেন্দ্র স্থাপন করে ভোট গ্রহণ করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহম্মেদ হাওলাদার জানান, এখানে কোনো স্কুল না থাকায় ফাঁকা মাঠের মধ্যে অস্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ করা হচ্ছে। এদিকে উপজেলার চরামদ্দি ইউনিয়নেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ভোট সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪