Ajker Patrika

যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৪
যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নগরীর যানজট নিরসন ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। গতকাল বুধবার নগরীর রাজগঞ্জ ফলবাজার থেকে শুরু হয়ে মনোহরপুর কান্দিরপাড় লিবার্টি মোড়সহ বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সম্প্রতি নগরীতে যানজট বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ নিয়ে গত রোববার কুমিল্লা সার্কিট হাউসে সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার জেলা প্রশাসক, জেলা পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন নিয়ে জরুরি সভা করেন। সভায় নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী যানজট নিরসন ও ফুটপাতের স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে সিটি করপোরেশন।

এ সময় নগরীকে যানজটমুক্ত করতে কান্দিরপাড়কেন্দ্রের আশপাশের প্রধান সড়ক ও সড়কের দুই পাশে ফুটপাতের অবৈধ দোকান, স্ট্যান্ড, স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়া রাজগঞ্জ শাপলা মোড় থেকে কান্দিরপাড় মোড় পর্যন্ত একমুখী যানবাহন চলাচল, পূবালী চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বাস প্রবেশ না করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোম ও মঙ্গলবার মাইকিং করে সব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। এতে সহযোগিতা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর মো. এমদাদুল হক, কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, কুমিল্লা নগরীকে যানজটমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীরা সহযোগিতা করবেন। অবৈধ স্থাপনা, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। ফুটপাত দখলের কারণে মানুষ চলাচল করতে পারছেন না, সড়কে যানজট লেগেই আছে। এভাবে চলতে দেওয়া যাবে না।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এ অভিযান চলমান থাকবে। উচ্ছেদের পর পুনরায় দখল করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানাসহ মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত