Ajker Patrika

চেখভের নাটক নিয়ে মঞ্চে আসছেন গাজী রাকায়েত

আপডেট : ০৬ জুন ২০২২, ০৮: ৫৯
চেখভের নাটক নিয়ে মঞ্চে আসছেন গাজী রাকায়েত

১০ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এক টিকিটে তিন নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে চারুনীড়ম থিয়েটার। নাটক তিনটি হলো ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। তিনটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।

‘আরশোলা’ লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে নিয়ে লেখা নাটকটিতে ফুটে উঠেছে বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় আন্তন চেখভের সংগ্রামী জীবনের গল্প।

‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নাটক দুটির নাট্যকার আন্তন চেখভ। রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।

‘নানা রঙের দিন’ নাটকের দৃশ্যতিন নাটকে অভিনয় করছেন ড. মার্জিয়া আক্তার, আলমগীর সাগর, শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ ও গাজী রাকায়েত।

২০০৭ সালে ‘নানা রঙের দিন’ নাটকটি দিয়েই যাত্রা শুরু করেছিল চারুনীড়ম থিয়েটার।

নির্দেশক গাজী রাকায়েত বলেন, ‘১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শিত “নানা রঙের দিন” নাটকে অভিনয় করেছিলাম ৬৮ বছর বয়সের রজনীকান্তর চরিত্রে। দর্শক সারিতে ছিলেন বিভাষ চক্রবর্তী। নাটক শেষে তিনি আমাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বাহবা দিয়েছিলেন। সেই অনুপ্রেরণা চেখভকে নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত