Ajker Patrika

রানার পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৯
রানার পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়া ছাত্র রানা মিয়ার পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদ।

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রানার হাতে প্রাথমিকভাবে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, আশ্রাফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থী রানা মিয়ার অর্থকষ্ট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। এরপরই রানা মিয়া পড়াশোনার খরচ চালানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে প্রতি ছয় মাস পর রানাকে ২৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রানা মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বেলানগর গ্রামে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রানা।

জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম বলেন, জেলা প্রশাসনে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় রানাকে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতি ছয় মাস পর ২৫ হাজার টাকা করে দেবেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত