প্রিন্স রাসেল, ঢাকা
সিরিজ, টুর্নামেন্ট বা সফরের আগে তারকা খেলোয়াড়দের হুট করে ছুটি কিংবা পারিবারিক প্রতিশ্রুতির কারণে নিজেকে প্রত্যাহারের ঘটনা রোধে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, তাঁরা খেলোয়াড়দের চুক্তিপত্রে আগেই জেনে নেবেন কে কোন সংস্করণ খেলতে চান, কার কখন ছুটি লাগবে। সেভাবেই গত জুন মাসে খেলোয়াড়দের সরবরাহ করা চুক্তিপত্রে বেশির ভাগ ক্রিকেটার তিন সংস্করণে খেলতে রাজি হয়েছেন এবং জানিয়েছেন বছরের বাকি সময়ে কার কী পারিবারিক প্রতিশ্রুতি আছে।
তবু সিরিজ বা টুর্নামেন্টের আগে বিশ্রাম, ছুটি কিংবা নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সবারই অবশ্য ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ছিল। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল— অবসর, ছুটি কিংবা অন্য কারণে সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়টি আবার সামনে এসেছে সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম চাওয়ায়।
অথচ সাকিবকে রেখেই গত শনিবার নিউজিল্যান্ড সফরের দল দিয়েছিলেন নির্বাচকেরা। দল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে লিখিতভাবে ছুটির আবেদন করেন সাকিব। তাঁর ছুটি মঞ্জুরও করেছে বিসিবি। দল ঘোষণার পর ছুটির আবেদন করার ঘটনা দেশের ক্রিকেট তো বটেই, পুরো ক্রিকেট ইতিহাসেই বিরল।
বিশ্রাম আর ব্যক্তিগত কারণে ক্রিকেটারদের আকস্মিক সরে যাওয়ার ঘটনায় আগেও সেরা দল গঠনে হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের। এখনো হচ্ছে। স্বাভাবিকভাবেই বিসিবির চুক্তির কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। অবশ্য বিষয়টির ভালো সমাধান দূরে থাক, বরং অসহায়ত্ব বাড়ছে। সাকিবের ছুটি চাওয়ার প্রক্রিয়াটাও স্বাভাবিকভাবে দেখছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘তারা (ক্রিকেটাররা) কমিটমেন্টগুলো (চুক্তিপত্রে) লিখেছে খেলতে পারবে। (পাকিস্তানের বিপক্ষে) সাকিব টেস্ট খেলেছেও। তামিম চোটে পড়েছে। বাকিরা তো খেলেছে। এখন সাকিবের পরিবার থাকে যুক্তরাষ্ট্রে। ওর জন্য একটু কঠিন। সেটিও ভাবনায় রাখতে হবে।’
সাকিবের জন্য কঠিনই যখন, তাহলে মৌখিকভাবে ছুটি চাওয়ার পরও তাঁকে কেন নিউজিল্যান্ড সফরের দলে রাখা? বাস্তবতা হচ্ছে, এত বছরেও দলে সিনিয়র ক্রিকেটারদের যোগ্য বিকল্প তৈরি না হওয়ায় এসব ক্ষেত্রে অসহায়ত্ব বাড়ছে বিসিবির। বিসিবির সভাপতি যেমন কদিন আগে অবশ্য বলেছেন, ‘আগামী জানুয়ারি থেকে আমরা যেটা করছি, সেটা হচ্ছে কারও যদি বিশ্রাম, বিরতি লাগে আমাদের আগে থেকে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে তৈরি করতে পারব।’
গত জুনেও তো একই নিয়ম চালু করল বিসিবি। নতুন বছরের চুক্তিতে নতুন করে কিছু সংযোজন-বিয়োজন হবে কি না, সেটি অবশ্য এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। তবে হুটহাট ছুটি-বিশ্রামের ঘটনা নিয়ে সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডেরই কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। বোর্ড নিজের জায়গায় থাকতে পারে না। বোর্ড এখন একটু হ-য-ব-র-ল অবস্থায় আছে। তাদের নিয়মকানুন পরিষ্কার নয়। যখন বোর্ডের অবস্থা এ রকম থাকে, তখন সবাই এটার সুযোগটা নিতে চাইবে।’
সিরিজ, টুর্নামেন্ট বা সফরের আগে তারকা খেলোয়াড়দের হুট করে ছুটি কিংবা পারিবারিক প্রতিশ্রুতির কারণে নিজেকে প্রত্যাহারের ঘটনা রোধে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, তাঁরা খেলোয়াড়দের চুক্তিপত্রে আগেই জেনে নেবেন কে কোন সংস্করণ খেলতে চান, কার কখন ছুটি লাগবে। সেভাবেই গত জুন মাসে খেলোয়াড়দের সরবরাহ করা চুক্তিপত্রে বেশির ভাগ ক্রিকেটার তিন সংস্করণে খেলতে রাজি হয়েছেন এবং জানিয়েছেন বছরের বাকি সময়ে কার কী পারিবারিক প্রতিশ্রুতি আছে।
তবু সিরিজ বা টুর্নামেন্টের আগে বিশ্রাম, ছুটি কিংবা নিজেকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সবারই অবশ্য ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট ছিল। মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল— অবসর, ছুটি কিংবা অন্য কারণে সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়টি আবার সামনে এসেছে সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফর থেকে বিশ্রাম চাওয়ায়।
অথচ সাকিবকে রেখেই গত শনিবার নিউজিল্যান্ড সফরের দল দিয়েছিলেন নির্বাচকেরা। দল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে লিখিতভাবে ছুটির আবেদন করেন সাকিব। তাঁর ছুটি মঞ্জুরও করেছে বিসিবি। দল ঘোষণার পর ছুটির আবেদন করার ঘটনা দেশের ক্রিকেট তো বটেই, পুরো ক্রিকেট ইতিহাসেই বিরল।
বিশ্রাম আর ব্যক্তিগত কারণে ক্রিকেটারদের আকস্মিক সরে যাওয়ার ঘটনায় আগেও সেরা দল গঠনে হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের। এখনো হচ্ছে। স্বাভাবিকভাবেই বিসিবির চুক্তির কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। অবশ্য বিষয়টির ভালো সমাধান দূরে থাক, বরং অসহায়ত্ব বাড়ছে। সাকিবের ছুটি চাওয়ার প্রক্রিয়াটাও স্বাভাবিকভাবে দেখছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান আজকের পত্রিকাকে বলেছেন, ‘তারা (ক্রিকেটাররা) কমিটমেন্টগুলো (চুক্তিপত্রে) লিখেছে খেলতে পারবে। (পাকিস্তানের বিপক্ষে) সাকিব টেস্ট খেলেছেও। তামিম চোটে পড়েছে। বাকিরা তো খেলেছে। এখন সাকিবের পরিবার থাকে যুক্তরাষ্ট্রে। ওর জন্য একটু কঠিন। সেটিও ভাবনায় রাখতে হবে।’
সাকিবের জন্য কঠিনই যখন, তাহলে মৌখিকভাবে ছুটি চাওয়ার পরও তাঁকে কেন নিউজিল্যান্ড সফরের দলে রাখা? বাস্তবতা হচ্ছে, এত বছরেও দলে সিনিয়র ক্রিকেটারদের যোগ্য বিকল্প তৈরি না হওয়ায় এসব ক্ষেত্রে অসহায়ত্ব বাড়ছে বিসিবির। বিসিবির সভাপতি যেমন কদিন আগে অবশ্য বলেছেন, ‘আগামী জানুয়ারি থেকে আমরা যেটা করছি, সেটা হচ্ছে কারও যদি বিশ্রাম, বিরতি লাগে আমাদের আগে থেকে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে তৈরি করতে পারব।’
গত জুনেও তো একই নিয়ম চালু করল বিসিবি। নতুন বছরের চুক্তিতে নতুন করে কিছু সংযোজন-বিয়োজন হবে কি না, সেটি অবশ্য এখনো নিশ্চিত করতে পারেনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। তবে হুটহাট ছুটি-বিশ্রামের ঘটনা নিয়ে সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেছেন, ‘ক্রিকেট বোর্ডেরই কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই। বোর্ড নিজের জায়গায় থাকতে পারে না। বোর্ড এখন একটু হ-য-ব-র-ল অবস্থায় আছে। তাদের নিয়মকানুন পরিষ্কার নয়। যখন বোর্ডের অবস্থা এ রকম থাকে, তখন সবাই এটার সুযোগটা নিতে চাইবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫