১৯৯৪ সালে অক্ষয় কুমারকে নিয়ে ‘ইয়ে দিল্লাগি’-এর মতো হিট সিনেমা উপহার দিয়েছিল যশ রাজ ফিল্মস। সমালোচকেরা ভেবেছিলেন, অক্ষয়ের পরের সিনেমাটিও হবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। পরের সিনেমায় কাস্ট তো করেইনি, উল্টো ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করা অক্ষয়কে পারিশ্রমিকও দেয়নি যশ রাজ ফিল্মস। সেই অক্ষয়কে নিয়ে যশ রাজ তাদের ড্রিম প্রজেক্ট ‘সম্রাট পৃথ্বীরাজ’ বানিয়েছে।
যে অক্ষয়ের ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত মুক্তি পাওয়া টানা ২৫টা সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যাবসা করতে ব্যর্থ হয়। প্রথম দুই দশকে তাঁর মোট ৮৪টি সিনেমা মুক্তি পায়, তার মধ্যে ৫২টি ছিল ফ্লপ। টানা ব্যর্থতার পর একসময় কানাডায় চলে গিয়েছিলেন অক্ষয়। তবে গত দশকে পাশার দান বদলে যায়। মোট ৩৩টি সিনেমা মুক্তি পায় অক্ষয়ের। তার মধ্যে ২০টি ব্যবসাসফল হয়। বলিউড খানদের পর্দায় দেখা মেলে উৎসব-পার্বণে, আর অক্ষয় আসেন বছরে তিন-চারবার। হাসি ফোটান হলমালিকদের মুখে।
টানা ব্যবসায়িক সাফল্য আর সমালোচকদের প্রশংসা পাওয়ার পর অক্ষয়ের ক্যারিয়ার যেন হুট করেই উল্টো পথে চলা শুরু করেছে। ‘বচ্চন পান্ডে’ সিনেমার পর আবারও বক্স অফিসে ধরাশায়ী হয়েছেন তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘সম্রাট পৃথ্বীরাজ’ ডিজাস্টার হওয়ার পথে। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমার প্রথম সপ্তাহে আয় ৪০ কোটির কাছাকাছি।
সমালোচকেরা বলছেন, বড় মাপের নায়কদের নিয়ে সিনেমা করা বড় চাপ। সিনেমার চিত্রনাট্য থেকে এডিটিং—সবকিছুতেই নাক গলাবেন নায়ক। আর তার ফলে যা ঘটবে, তা মোটামুটি ‘সম্রাট পৃথ্বীরাজ’! আড়াই ঘণ্টার একটু বেশি দৈর্ঘ্যের এই সিনেমার প্রতিটি ফ্রেম বুঝিয়ে দিল, অক্ষয় শত চেষ্টা করেও পৃথ্বীরাজ চৌহান হতে পারলেন না। যথাযথ প্রস্তুতি ছাড়াই যে অক্ষয় শুটিংয়ে নেমেছেন, এটা স্পষ্ট বোঝা গেছে।
শোনা যাচ্ছে, এবার ক্ষমতাসীন দল বিজেপির এক রাজনীতিবিদের বায়োপিকে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। তবে অক্ষয়কে নিয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণে নতুন করে ভাবছেন পরিচালকেরা।
১৯৯৪ সালে অক্ষয় কুমারকে নিয়ে ‘ইয়ে দিল্লাগি’-এর মতো হিট সিনেমা উপহার দিয়েছিল যশ রাজ ফিল্মস। সমালোচকেরা ভেবেছিলেন, অক্ষয়ের পরের সিনেমাটিও হবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। পরের সিনেমায় কাস্ট তো করেইনি, উল্টো ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করা অক্ষয়কে পারিশ্রমিকও দেয়নি যশ রাজ ফিল্মস। সেই অক্ষয়কে নিয়ে যশ রাজ তাদের ড্রিম প্রজেক্ট ‘সম্রাট পৃথ্বীরাজ’ বানিয়েছে।
যে অক্ষয়ের ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত মুক্তি পাওয়া টানা ২৫টা সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যাবসা করতে ব্যর্থ হয়। প্রথম দুই দশকে তাঁর মোট ৮৪টি সিনেমা মুক্তি পায়, তার মধ্যে ৫২টি ছিল ফ্লপ। টানা ব্যর্থতার পর একসময় কানাডায় চলে গিয়েছিলেন অক্ষয়। তবে গত দশকে পাশার দান বদলে যায়। মোট ৩৩টি সিনেমা মুক্তি পায় অক্ষয়ের। তার মধ্যে ২০টি ব্যবসাসফল হয়। বলিউড খানদের পর্দায় দেখা মেলে উৎসব-পার্বণে, আর অক্ষয় আসেন বছরে তিন-চারবার। হাসি ফোটান হলমালিকদের মুখে।
টানা ব্যবসায়িক সাফল্য আর সমালোচকদের প্রশংসা পাওয়ার পর অক্ষয়ের ক্যারিয়ার যেন হুট করেই উল্টো পথে চলা শুরু করেছে। ‘বচ্চন পান্ডে’ সিনেমার পর আবারও বক্স অফিসে ধরাশায়ী হয়েছেন তিনি। গত শুক্রবার মুক্তি পাওয়া ‘সম্রাট পৃথ্বীরাজ’ ডিজাস্টার হওয়ার পথে। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমার প্রথম সপ্তাহে আয় ৪০ কোটির কাছাকাছি।
সমালোচকেরা বলছেন, বড় মাপের নায়কদের নিয়ে সিনেমা করা বড় চাপ। সিনেমার চিত্রনাট্য থেকে এডিটিং—সবকিছুতেই নাক গলাবেন নায়ক। আর তার ফলে যা ঘটবে, তা মোটামুটি ‘সম্রাট পৃথ্বীরাজ’! আড়াই ঘণ্টার একটু বেশি দৈর্ঘ্যের এই সিনেমার প্রতিটি ফ্রেম বুঝিয়ে দিল, অক্ষয় শত চেষ্টা করেও পৃথ্বীরাজ চৌহান হতে পারলেন না। যথাযথ প্রস্তুতি ছাড়াই যে অক্ষয় শুটিংয়ে নেমেছেন, এটা স্পষ্ট বোঝা গেছে।
শোনা যাচ্ছে, এবার ক্ষমতাসীন দল বিজেপির এক রাজনীতিবিদের বায়োপিকে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। তবে অক্ষয়কে নিয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণে নতুন করে ভাবছেন পরিচালকেরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪