Ajker Patrika

ইউটার্নের সময় মিনিবাসে ট্রাকের ধাক্কা, আহত ২০

সীতাকুণ্ড প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ০৫
ইউটার্নের সময় মিনিবাসে ট্রাকের ধাক্কা, আহত ২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী শ্রমিকদের বহনকারী মিনিবাসে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসটি ইউটার্নের সময় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বাঁশবাড়িয়ার ইউনিটেক্স টেক্সটাইল মিলের শ্রমিক। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, বিকেলে কারখানায় কাজ শেষে মিনিবাসে করে ফিরছিলেন নারী শ্রমিকেরা। তাঁদের বহনকারী মিনিবাসটি বাঁশবাড়িয়া বাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক মিনিবাসটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এ সময় মিনিবাসে থাকা ২০ নারী শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পাশাপাশি স্থানীয় চিকিৎসকদের কাছেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে যাওয়ায় চট্টগ্রামগামী মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, দুর্ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিনিবাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানজট স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত