Ajker Patrika

অপহরণের ২ মাস পর কিশোরী উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ২২
অপহরণের ২ মাস পর কিশোরী উদ্ধার

ময়মনসিংহে অপহরণের দুই মাসের বেশি সময় পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ীর জরুন এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ৯ সেপ্টেম্বর জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে তার এক আত্মীয়। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। ওই কিশোরীকে সে প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি তার বাবা-মাকে জানালে শাসন না করে তাঁরা নীরব ভূমিকা পালন করেন।

এদিকে বিচার দেওয়ায় ওই যুবক ক্ষোভে ওই কিশোরীকে অপহরণ করে গাজীপুর জেলার কোনাবাড়ী নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক বিয়ে করে সে। এরপর থেকে তাঁরা একসঙ্গে সংসার করছিল। এ ঘটনায় ওই কিশোরীর বাবা আদালতে মামলা করেন। পরে মামলাটি ৫ নভেম্বর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত