Ajker Patrika

নির্বাচন-পরবর্তী সহিংসতা কমলগঞ্জে আতঙ্ক, ক্ষোভ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
নির্বাচন-পরবর্তী সহিংসতা   কমলগঞ্জে আতঙ্ক, ক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী-পরবর্তী সহিংসতার শঙ্কায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকের হুমকিতে বিজয়ী সদস্য ও তাঁর সমর্থকেরা ঘর থেকে বের হতে পারছেন না। এদিকে গতকাল শুক্রবার অমর শীল (২৭) নামের বিজয়ী প্রার্থীর এক সমর্থককে মারধর করেন তাঁরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. রাইনুল ইসলাম ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী তিন সদস্য প্রার্থী মো. দুলাল মিয়া, মো. নওরুজ মিয়া, আব্দুল মজিদ ও তাঁদের সমর্থকেরা গত বৃহস্পতিবার বিজয়ী ইউপি সদস্যের কর্মী জৈন উদ্দিনের ঠাকুরবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা মেরে দেয়। ঘটনার পরদিন শুক্রবার অমর শীলকে তাঁরা মারধর করেন। পরাজিত প্রার্থী ও তাঁর সমর্থকদের হুমকিতে রাইনুল ইসলাম তাঁর সমর্থকেরা দুদিন ধরে বাড়ি থেকে বের হতে পারছেন না।

নবনির্বাচিত ইউপি সদস্য মো. রাইনুল ইসলাম বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরাজয়ের পর থেকে আমাকে ও আমার কর্মীদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন। আমি ও আমার কর্মী-সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ ব্যাপারে অভিযুক্ত এক পরাজিত প্রার্থী মো. নওরুজ মিয়া ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, ‘আমরা কাউকে প্রাণনাশের হুমকি দিইনি।’

এদিকে উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানি এলাকায় গত বৃহস্পতিবার নির্বাচন-পরবর্তী সহিংসতায় মা ও মেয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, নির্বাচনে পরাজিত দুই সদস্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা নবনির্বাচিত ইউপি সদস্যের কর্মী মো. জৈমতের বাড়িতে হামলা চালায়। এ সময় জৈমত মিয়ার বাড়ি ভাঙচুরসহ আসবাবপত্র লুটপাটের অভিযোগও করেন। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে জৈমত আলী কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ বলেন, পুলিশ সরেজমিন পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আদকানিতে হামলার বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, আদমপুর ইউনিয়নের আদকানিতে হামলার ঘটনায় জৈমত মিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত