Ajker Patrika

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইদের মারধর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ২৫
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইদের মারধর

চাঁদপুরের মতলব দক্ষিণে স্কুলছাত্রী বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড় ভাইদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার হুরমহিশা গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার জিসান (১৯) নামের এক তরুণ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কিশোরী উপজেলার পুটিয়া তাফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার সময় তাকে প্রতিদিন উত্ত্যক্ত করে আসছিলেন জিসান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবু মিয়াকে জানানো হয়। তিনি গত ৩১ ডিসেম্বর জিসান ও সহযোগীদের ডেকে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটায়, সে বিষয়ে সতর্ক করে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরদিন শনিবার ছাত্রীর এক ভাইকে বিদ্যালয়ের সামনে একা পেয়ে মারধর করেন জিসান, মেহেদী, আলামিন, রাকিব ও মাহবুবসহ ১০ থেকে ১২ জন। খবর পেয়ে ছাত্রীর অপর দুই ভাই বাঁচাতে গেলে তাঁদেরও মারধর করা হয়।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জিসান ও তাঁর সহযোগীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্তে করে আসছেন। ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পান না।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একজন কর্মকর্তা এ ব্যাপারে তদন্ত করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত