Ajker Patrika

২৭ কিন্ডারগার্টেন বন্ধ

সাগর হোসেন তামিম, মাদারীপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৬
২৭ কিন্ডারগার্টেন বন্ধ

করোনায় দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর সারা দেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। মাদারীপুরেও গত ১২ সেপ্টেম্বর অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ২৭টি কিন্ডারগার্টেন এখনো বন্ধ। করোনায় আর্থিক অনটনের কারণে অনেক আগেই এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এগুলো আর খোলার তেমন সম্ভাবনাও নেই।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার শিক্ষার্থী ছিল। মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য জানা গেছে।

মাদারীপুর পৌর শহরের পাঠককান্দি এলাকায় সরেজমিন গিয়ে জানা যায়, ‘কবি নজরুল শিশু বিদ্যালয়টি বন্ধ। এটি ২০১১ সালে দেলোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তি ভাড়া বাসা নিয়ে চালু করেছিলেন। দুটি ঘরে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

শুরু থেকেই ৮ জন শিক্ষক ও দেড় শতাধিক শিক্ষার্থী ছিল বিদ্যালয়টিতে। কিন্তু এখন বিদ্যালয়টির কোনো কার্যক্রম নেই। শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত কক্ষগুলো মালিক অন্যদের ভাড়া দিয়েছেন।

কবি নজরুল শিশু বিদ্যালয়ের সভাপতি হাজি জাহাঙ্গীর ফকির বলেন, ‘করোনার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী আসা বন্ধ হয়ে যায়। তাও দুই মাস চালিয়েছি। পরে আর চালাতে পারেনি। এখন আর কোনো কার্যক্রম নেই। শিক্ষকেরা অন্যত্র চলে গেছেন। হয়তো কোথাও চাকরিও করছেন। তাদের সঙ্গে আর যোগাযোগ নেই।

মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্য মতে, জেলায় করোনার আগে কিন্ডারগার্টেনের সংখ্যা ছিল ১০৩টি। এর মধ্যে সদর উপজেলায় ছিল ৫০টি, শিবচরে ২৫টি, কালকিনিতে ১৮টি ও রাজৈর উপজেলায় ১০টি। এখন জেলায় বন্ধ হয়ে গেছে অন্তত ২৭টি কিন্ডারগার্টেন। এর মধ্যে সদর উপজেলায় বন্ধ হয়েছে ১০টি, শিবচর উপজেলায় ১০টি, কালকিনিতে ২টি ও রাজৈর উপজেলায় ৫টি। এছাড়া যেসব কিন্ডারগার্টেন টিকে আছে, সেগুলোর আর্থিক অবস্থাও নাজুক।

কয়েকটি বিদ্যালয় সরেজমিনে গিয়ে জানা যায়, খোদ মাদারীপুর জেলা সদরে গোল্ডেন ফিউচার, প্রভাতি শিশু একাডেমি, বর্ণমালা আইডিয়াল, জেএকে চাইল্ড কেয়ার স্কুল, প্রভাতি শিশু শিক্ষা নিকেতন, স্বামী প্রবানন্দ বিদ্যানিকেতন, কবি নজরুল, সোনামনি শিশু বিদ্যালয়, সপ্তঙিঙ্গাসহ ব্র্যাক পরিচালিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে।

মাদারীপুর শহরের তাজন নেছা কল্লোল শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ শাজাহান জানান, নিজস্ব ভবনে হওয়ায় তার বিদ্যালয়টি জোড়াতালি দিয়ে কোনো রকমে টিকে আছে। তবে এই বছরে তেমন ছাত্র-ছাত্রী ভর্তি না হওয়ায় তিনিও সংকটের মধ্যে রয়েছেন। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে তার বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৭৫ জন।

বর্তমানে আছে ৪০ জন। এই বছরে ভর্তি কম হওয়ায় স্কুলের ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারীর বেতন কীভাবে দেবেন, সে চিন্তায় আছেন তিনি। গত দেড় বছর ধরে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বেতন আদায় হয়নি। বেতন ভাতা দিতে না পারায় ৪ জন শিক্ষক পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।

অন্যদের বিদ্যালয়ের ফান্ড থেকে সামান্য কিছু দিয়েছেন, তবে তা জীবন ধারণের জন্য যথেষ্ট নয়।

‘চিলড্রেন গ্রেসের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জানান, চিলড্রেন গ্রেস কিন্ডারগার্টেনের মাসিক বাড়ি ভাড়া ৩০ হাজার টাকা। বাড়ির মালিক চিকিৎসক আলী আকবর করোনাকালীন একবছর বাড়ি ভাড়া দাবি করেননি।

তবে এখন স্কুল চালু হওয়ায় বাড়ি ভাড়া নিবেন বলে জানিয়েছেন। মানবিক কারণে বকেয়া বাড়ি ভাড়া হয়তো কিছু ছাড় দিতে পারেন। তার স্কুলেও করোনার আগে ৩০০ ছাত্রছাত্রী ছিলো। এ বছর তা অর্ধেকে নেমে এসেছে।

মাদারীপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান রিপন জানান, জেলার কিন্ডারগার্টেনগুলোর মধ্যে মাদারীপুর শহরের তিনটি কিন্ডারগার্টেন চিলড্রেন গ্রেস, কল্লোল শিশু বিদ্যালয় ও এফ এইচ কিন্ডারগার্টেনের অবস্থা এক সময় ভালো ছিল।

ভালো অবস্থানের এই তিনটি বিদ্যালয়ের সঙ্গে আরও ৫ থেকে ৬টি কিন্ডার গার্টেনের অবস্থাও মোটামুটি ভালো ছিল। বর্তমানে সেগুলোর অবস্থাও ভালো নেই। করোনার কারণে প্রায় ২৭টি কিন্ডার গার্টেন বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানে আনুমানিক ৫ হাজার শিক্ষার্থী ছিল।

এব্যাপারে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন মূলত আমাদের নিয়ন্ত্রণে নেই।

আমরা তাদের শুধু পাঠ্যবই দিয়ে থাকি। তবে করোনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে রয়েছে। অনেক প্রতিষ্ঠান এখন নেইও।’

এব্যাপারে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই। তবুও কেউ কোনো সহযোগিতা চাইলে আমরা দিতে প্রস্তুত আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত