Ajker Patrika

প্রাথমিকের অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি

আবুল কাশেম, কুতুবদিয়া (কক্সবাজার)
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ২৯
প্রাথমিকের অধিকাংশ  শিক্ষার্থী বই  পায়নি

কক্সবাজারের কুতুবদিয়ায় পাঠ্যবই ঘাটতির মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত পাঠ্যবই না আসায় শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া সম্ভব হয়নি। বছরের শুরুতে আংশিক পাঠ্যবই বিতরণ হয়েছে। বাকি বই পাওয়ার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, কুতুবদিয়ায় ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালিকাভুক্ত ২৮টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। প্রাথমিকে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এগুলোর মধ্যে মাত্র ৩৩ শতাংশ শিক্ষার্থী পাঠ্যবই পেয়েছে। প্রাক-প্রাথমিকে অনুশীলনী খাতা বিতরণ করা হলেও আসেনি ‘আমার বই’। ছয়টি পাঠ্যবইয়ের মধ্যে দুটি করে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সব শ্রেণিতে চাহিদার মাত্র ৩৩ শতাংশ পাঠ্যবই এসেছে।

মাধ্যমিকেও প্রায় একই অবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের মাত্র অর্ধেক শিক্ষার্থী বই পেয়েছে।

এম রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম জানায়, নতুন বই পেয়েছে মাত্র একটি। স্কুলে আর বই নেই। বাকি বই স্কুলে এলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষকেরা।

কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম জানায়, পাঁচটি নতুন বই পেয়েছে। বাকি বইগুলো খুব শিগগির দেওয়া হবে বলে স্কুল থেকে জানানো হয়েছে।

ধুরুং আদর্শ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম জানান, সপ্তম শ্রেণির সব বই বিতরণ করা হয়েছে। অষ্টম শ্রেণিতে আংশিক বই বিতরণ করা হয়েছে। বাকি বইগুলো কখন মিলবে তা জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বই বছরের শুরুতে আসেনি। যা এসেছিল, তা বিতরণ হয়েছে। বাকি পাঠ্যবই এলে দ্রুত বিতরণ হবে বলে জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রজব আলী জানান, পাঠ্যবইয়ের চাহিদা বেশি থাকলেও ছাপানোসহ বিভিন্ন কারণে সব বই হাতে আসেনি। চাহিদার ৫২ শতাংশ বই তাঁরা বিতরণ করেছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত