Ajker Patrika

মাগুরায় ১২ ইউপির ভোট ১১ নভেম্বর

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ৩০
মাগুরায় ১২ ইউপির ভোট ১১ নভেম্বর

ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। গত মঙ্গলবার ঘোষিত এ গত তফসিলে জেলার ১২টি ইউনিয়নকে নির্বাচনী এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ১১ নভেম্বর নির্বাচনের দিন ঠিক করা হয়েছে। এতে ভোটার ও প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই ১২টি ইউনিয়নের সব কটি মাগুরা সদর উপজেলার।

নির্বাচন কমিশনের সম্প্রতি ঘোষিত ২য় দফায় ইউপি নির্বাচনের তফসিলে সদরের ১৩টি ইউনিয়নের মধ্যে বাদ পড়েছে কুচিয়ামোড়া ইউনিয়ন। নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এই ইউনিয়নের মেয়াদ যখন শুরু হয় তখন ৪ মাস দেরিতে শপথ নেওয়ার কারণে ২য় দফায় নির্বাচনে থাকছে না। তবে সামনের সপ্তাহে ৩য় দফায় ইউনিয়নটি নির্বাচনের আওতায় আসতে পারে বলে জানা গেছে।

মাগুরা নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা গেছে, সদরের যে ১২টি ইউনিয়নে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেখানে মোট ভোটকেন্দ্র ১৩১টি। এখানে ভোটার রয়েছে ২ লাখ ২৯২৭ জন। যেখানে পুরুষ ভোটার ১ লাখ ১৯৫৯ এবং মহিলা ভোটার ১ লাখ ৯৫৮ জন। তবে এই ভোটার সংখ্যা হালনাগাদের কাজ কিছুদিনের মধ্যে শেষ হলে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে জেলা নির্বাচন কমিশন।

জগদলের চায়ের দোকানি নিজাম মিয়া জানান, ‘অনেকদিন ভোট হয় না। করোনায় সব থেমে গেছে। তাই ভোট আসলি চায়ের ব্যবসা ভালো হবিনে।’

বেরইল পলিতার ব্যবসায়ী জুয়েল রানা বলেন, ‘ইউনিয়ন পরিষদে মানুষ ভোট দিতে যায় একজন যোগ্য মানুষ চেয়ারম্যান হিসাবে পাওয়ার জন্য। আশা করি আমরা সবাই ভোট উৎসবে ইউনিয়নকে এগিয়ে নিতে পারব।’

এদিকে ইতিমধ্যে বর্তমান মেয়াদে থাকা ইউপি চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে শুরু করেছেন তোড়জোড়। অনেকে ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে করছেন বিভিন্ন সচেতন মূলক সমাবেশে। এর মাধ্যমে ভোট চাওয়া ও হচ্ছে। এ ছাড়া উপজেলার চাউলিয়া, মঘীসহ অন্যান্য এলাকায় গতকাল বৃহস্পতিবার সারা দিন নতুন প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম আজকের পত্রিকাকে জানান, তফসিল ঘোষণার পর আমরা ভোটার তালিকা হালনাগাদে কাজ করছি। দু একদিনে মধ্যে আমরা এটাও সম্পন্ন করছি। কোনো কেন্দ্র ঝুঁকি কিনা তা জানতে আমরা জেলা পুলিশের সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছি। আশা করি আমরা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত