সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ফের ডাকাতি হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশার যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কান্দা নামক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে একই স্থানে গত ৪ মাসে ৩ বার ডাকাতির ঘটনা ঘটল।
জানা যায়, কুচিয়ামোড়া-সৈয়দপুর ৫ কিলোমিটার সড়কের ২ কিলোমিটার সড়কে ডাকাতদলের রাজত্ব চলছে দীর্ঘদিন। এ চক্রের কবল থেকে রক্ষা পায়নি সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, মধুপুরের পীর থেকে শুরু করে সাধারণ মানুষ। অহরহ এই ডাকাতির ঘটনায় পরিবহন শ্রমিক ও যাত্রীসাধারণের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এই শীত মৌসুমে কান্দা নামক এলাকায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশে সড়কে ডাকাতের আতঙ্কের মাত্রা আরও তীব্রতর হয়।
ডাকাতের কবলে পড়া যাত্রী মো. সাদেক হোসেনের (২৬) বড় ভাই প্রিন্স সালমান বলেন, ‘রাত ১২টার দিকে সৈয়দপর কান্দা নামক স্থানে মুখোশ পরা সংঘবদ্ধ একদল ডাকাত রাস্তায় কলাগাছ ফেলে যাত্রীবাহী দুটি অটোরিকশায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ৮ থেকে ১০ জন ডাকাত মুখোশ পরে হাতে রামদা-ছুরি নিয়ে আমার ভাইসহ ৬ জনকে জিম্মি করে ৫টি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার টাকা নিয়ে যায়।’
রাজানগর ইউনিয়নের যুবলীগের সভাপতি হোসেন আলী খান বলেন, ‘দীর্ঘ দিন একই স্থানে বারবার ডাকাতি আমাদের অস্থির করে তুলছে। গত বছর আমিও ডাকাতির কবলে পড়েছিলাম। অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে জিম্মি করে আমার সবকিছু লুটে নিয়েছিল।’
রাজানগর ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আইনশৃঙ্খলা মিটিংয়েও আমি ডাকাতির ঘটনা তুলে ধরেছিলাম। প্রশাসনও আমাকে আশ্বস্ত করেছে। তারপরও ডাকাতি হলো, বিষয়টি খুবই দুঃখজনক।’
একই স্থানে কেন বারবার ডাকাতি হয় এ বিষয়ে শেখরনগর ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, ‘ওই এলাকাটি নিরিবিলি। এর একদিকে ধলেশ্বরী নদী অন্যদিকে চক (বিল)। তবে রাত ১২টা পর্যন্ত প্রতিরাতে ফাঁড়ির পুলিশ পাহারায় থাকে। গতকাল রাত ১২টার পর ডাকাতি হয়েছে। তবে এবার আরও শক্ত অবস্থান নেব।’
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘শেখরনগর ফাঁড়ির ইনচার্জ আমাকে ডাকাতির বিষয়টি জানিয়েছেন। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে সব সময় আমাদের পুলিশ থাকে। বুধবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি ফোনে পুলিশ কাজ করছিল, আর ওই সময়ই ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের পাশাপাশি এখানে একটি পাহারার ব্যবস্থাও খুব জরুরি।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ফের ডাকাতি হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশার যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে কান্দা নামক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে একই স্থানে গত ৪ মাসে ৩ বার ডাকাতির ঘটনা ঘটল।
জানা যায়, কুচিয়ামোড়া-সৈয়দপুর ৫ কিলোমিটার সড়কের ২ কিলোমিটার সড়কে ডাকাতদলের রাজত্ব চলছে দীর্ঘদিন। এ চক্রের কবল থেকে রক্ষা পায়নি সাংবাদিক, আওয়ামী লীগ নেতা, মধুপুরের পীর থেকে শুরু করে সাধারণ মানুষ। অহরহ এই ডাকাতির ঘটনায় পরিবহন শ্রমিক ও যাত্রীসাধারণের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এই শীত মৌসুমে কান্দা নামক এলাকায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশে সড়কে ডাকাতের আতঙ্কের মাত্রা আরও তীব্রতর হয়।
ডাকাতের কবলে পড়া যাত্রী মো. সাদেক হোসেনের (২৬) বড় ভাই প্রিন্স সালমান বলেন, ‘রাত ১২টার দিকে সৈয়দপর কান্দা নামক স্থানে মুখোশ পরা সংঘবদ্ধ একদল ডাকাত রাস্তায় কলাগাছ ফেলে যাত্রীবাহী দুটি অটোরিকশায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ৮ থেকে ১০ জন ডাকাত মুখোশ পরে হাতে রামদা-ছুরি নিয়ে আমার ভাইসহ ৬ জনকে জিম্মি করে ৫টি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার টাকা নিয়ে যায়।’
রাজানগর ইউনিয়নের যুবলীগের সভাপতি হোসেন আলী খান বলেন, ‘দীর্ঘ দিন একই স্থানে বারবার ডাকাতি আমাদের অস্থির করে তুলছে। গত বছর আমিও ডাকাতির কবলে পড়েছিলাম। অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে জিম্মি করে আমার সবকিছু লুটে নিয়েছিল।’
রাজানগর ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আইনশৃঙ্খলা মিটিংয়েও আমি ডাকাতির ঘটনা তুলে ধরেছিলাম। প্রশাসনও আমাকে আশ্বস্ত করেছে। তারপরও ডাকাতি হলো, বিষয়টি খুবই দুঃখজনক।’
একই স্থানে কেন বারবার ডাকাতি হয় এ বিষয়ে শেখরনগর ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, ‘ওই এলাকাটি নিরিবিলি। এর একদিকে ধলেশ্বরী নদী অন্যদিকে চক (বিল)। তবে রাত ১২টা পর্যন্ত প্রতিরাতে ফাঁড়ির পুলিশ পাহারায় থাকে। গতকাল রাত ১২টার পর ডাকাতি হয়েছে। তবে এবার আরও শক্ত অবস্থান নেব।’
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘শেখরনগর ফাঁড়ির ইনচার্জ আমাকে ডাকাতির বিষয়টি জানিয়েছেন। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে সব সময় আমাদের পুলিশ থাকে। বুধবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি ফোনে পুলিশ কাজ করছিল, আর ওই সময়ই ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশের পাশাপাশি এখানে একটি পাহারার ব্যবস্থাও খুব জরুরি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫