Ajker Patrika

ইউক্রেন থেকে ইউরোপে মারণাস্ত্র

আব্দুর রাজ্জাক
আপডেট : ২১ জুলাই ২০২২, ১১: ০৩
ইউক্রেন থেকে ইউরোপে মারণাস্ত্র

ওয়েস্টার্ন ইউরোপ থেকে মারাত্মক প্রাণঘাতী ও সাংঘাতিক ধ্বংসলীলা করতে পারে—এমন সব অস্ত্র ইউক্রেনে সরবরাহ করা হচ্ছে। সেই সব অস্ত্র এখন অবলীলায় চলে যাচ্ছে সাধারণ মানুষের হাতে। অতি অল্প দামে এসব অস্ত্র কালোবাজারে বিক্রি হচ্ছে। সংবাদমাধ্যমগুলো দিচ্ছে এমনই খবর।

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিদিন ডজনে ডজনে কালাশনিকভ রাইফেল কেনাবেচা হচ্ছে খোলাবাজারে; অর্থাৎ কালোবাজারে। যেহেতু এসব অস্ত্র পশ্চিম ইউরোপ থেকে ইউক্রেন যুদ্ধ করার জন্য বিনা পয়সায় পাচ্ছে, তাই অতি অল্প মূল্যে সেগুলো কালোবাজারিদের কাছে বিক্রি করা হচ্ছে। আর তা খোলামেলাভাবেই হচ্ছে।

ইউক্রেনের কালোবাজারে আরও বিক্রি হচ্ছে মনুষ্যবাহী অ্যান্টি ট্যাংক, অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র ঝাভিলিয়ান ও এসটিঙ্গার। দুই-তিন হাজার ডলারে, এমনকি কোনো কোনো সময় কয়েক শ ডলারে এসব অস্ত্র পাওয়া যাচ্ছে। অথচ এই অস্ত্রগুলোর দাম এর চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি। পশ্চিমারা এসব অস্ত্র দিয়েছিল তাদের জন্মভূমি রক্ষা করার জন্য, কিন্তু তা বুমেরাং হয়ে এখন চোরাচালানের মাধ্যমে পশ্চিম ইউরোপের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হয় কি না, সেটা দেখার বিষয়। কোনো কোনো সময় এসব অস্ত্র বেচাকেনা হয় ক্রিপ্টো কারেন্সির মাধ্যমেও।

বিদেশি ক্রেতাদের এসব অস্ত্রের ছবি দেখানোর পরে দরদামের দফারফা হয়, কোনো কোনো সময় এক হাজার ডলার ডেলিভারি সার্ভিসের মূল্য দিতে হয়। কিছুদিন আগে তিন লাখ আগ্নেয়াস্ত্র ইউক্রেনের কালোবাজারে বিক্রি করা হয়েছে, যেগুলো দেওয়া হয়েছিল সাধারণ মানুষ, চাকরিজীবী ও স্বেচ্ছাসেবকদের কাছে।

এম ফোর রাইফেল বিক্রি হচ্ছে কালোবাজারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলারের মধ্যে। প্যানজারফস্ট তিনটি গ্রেনেড লঞ্চার বিক্রি হয় ৬৫০ ডলারে। ইউক্রেনের আর্মি ও জনগণ জাভেলিন অস্ত্র ১৫ হাজার থেকে ৩০ হাজার ডলারে বিক্রি করছে, আসলে এই অস্ত্রের মূল্য ১ লাখ ডলার।

গত জুন মাসে এরদোয়ান সতর্ক করে বলেছেন, ইউক্রেন থেকে প্রচুর অস্ত্র বলকান দেশগুলোতে চলে যাচ্ছে। খাদ্যবাহী ট্রাকসহ বিভিন্ন জীববাহী ও ট্রাকে করে মলধাবিয়া ও রোমানিয়ার মধ্য দিয়ে সারা ইউরোপে ছড়িয়ে পড়ছে, এ ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইউক্রেন আর্মির অফিসাররা নিজেরা লাভবান হওয়ার জন্য মারাত্মক সব অস্ত্র কালোবাজারে বিক্রি করে দিচ্ছে। এসব অস্ত্রের মধ্যে আছে সিজারস ও প্যানজারহবিটজ ২০০০। ইতিমধ্যেই এ রকম দুটি চালানের খোঁজ পাওয়া গেছে, ফ্রান্সের তৈরি সিজারস সেলফ প্রোপেলড আর্টিলারি ইউনিট বিক্রি করেছে ১ লাখ ২০ হাজার ডলারে। অথচ এই অস্ত্রের প্রকৃত মূল্য ৭ মিলিয়ন ডলার।

পশ্চিম ইউরোপের লোকজন এখনো বুঝতে পারছে না যে ন্যাটোর মাধ্যমে যেসব অস্ত্র ইউক্রেনে সাহায্য হিসেবে দেওয়া হচ্ছে তাদের দেশ রক্ষা করার জন্য, ইউক্রেনের জনগণ ও তাদের মিলিটারি সার্ভিসের লোকজন এসব অস্ত্রই চোরাই পথে তাদেরই দেশে পাচার করে বিপজ্জনক করে তুলছে তাদের দেশকেই। এর পরিণতি হবে ভয়াবহ; বিশেষ করে পশ্চিম ইউরোপের জন্য। তাদের নিজেদের অস্ত্র তাদের দেশেই ব্যবহার হবে, ভোগ করতে হবে করুণ পরিণতি। সুস্থ মস্তিষ্কের স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষজন এটাই মনে করে। অতএব, ইউক্রেনে অস্ত্র দেওয়ার সময় পশ্চিম ইউরোপের নেতারা সবকিছু ভেবেচিন্তে অস্ত্র দিয়ে যেন সাহায্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত