Ajker Patrika

ভৈরবে অভিযান, ৩৬ নৌযানের জরিমানা

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬: ০৪
ভৈরবে অভিযান, ৩৬ নৌযানের জরিমানা

যশোরের অভয়নগরে ভৈরব নদে অবৈধ ও অতিরিক্ত পণ্যবোঝাই নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নৌপরিবহন অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার রাজঘাট এলাকা থেকে তালতলা পর্যন্ত নদের বিভিন্ন ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অতিরিক্ত পণ্য বোঝাই করার দায়ে ৩৬ জন জাহাজ ও কার্গোর দায়িত্বরত কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স, সনদ ও জীবনরক্ষা সামগ্রী না থাকা এবং অতিরিক্ত পণ্য বোঝাই করার দায়ে তাঁদের বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নৌপরিবহন অধিদপ্তরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন এবং অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার।

এ ছাড়া উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সহায়তা করেন যশোর র‍্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান, নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম।

নৌপরিবহন অধিদপ্তর খুলনার প্রধান পরিদর্শক (চিফ ইন্সপেক্টর) মো. শফিকুর রহমান জানান, নৌনিরাপত্তা ও যান মালের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ নৌযান চলাচল বন্ধসহ অতিরিক্ত পণ্য বহন করার বিরুদ্ধে এ অভিযান। সকাল থেকে বিভিন্ন অভিযোগে ৩৬ জাহাজের জাহাজের কর্মকর্তাকে জরিমানা করা হয়।

নৌপরিবহন অধিদপ্তরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন বলেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত