Ajker Patrika

৬টি ইউপিতে চেয়ারম্যান হতে চান ৩৬ জন

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ২০
৬টি ইউপিতে চেয়ারম্যান হতে চান ৩৬ জন

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তেরখাদার ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে গত মঙ্গলবার ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন ও সাধারণ সদস্য পদে ২৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত মঙ্গলবার ছিল তৃতীয় ধাপের এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কৃষ্ণ মেনন রায়, স্বতন্ত্র প্রার্থী মোল্লা এমদাদুল হক, মো. বাদশা মল্লিক, মো. আক্তারুজ্জামান, মনিরুজ্জামান মল্লিক, মো. আবুল হাসান।

বারাসাত ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কে এম আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স, আব্দুল্লাহ আল মেহেদি, সামছুল হক, বিপ্লব কবির, এ এইচ এম বাইতুল হাবিব, আল আমিন হোসেন অপু, মোল্লা মো. ইখতিয়ার উদ্দিন, কিসমাতুল গনি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক।

ছাগলাদহ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর শুকুর শেখ, স্বতন্ত্র প্রার্থী এস এম দীন ইসলাম, কামরুজ্জামান অলিচ, খান সেলিম আহমেদ, মো. মঞ্জুরুল আলম, আসমা বেগম, মো. হেকমত আলী মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাচিয়াদহ ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী বুলবুল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী উকিল উদ্দিন লস্কার, এবিএম আলমগীর শিকদার, তাপস বিশ্বাস, মো. আনিসুজ্জামান ও সোহাগ শেখ।

তেরখাদা সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এফ এম অহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী শেখ জাহাঙ্গীর আলম, মো. শরিফুল ইসলাম লিংকন ও তৌহিদুল ইসলাম।

মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. মহসীন, স্বতন্ত্র প্রার্থী কাজী কামাল হোসেন ও বাংলাদেশ ইসলামি আন্দোলনের জিয়াউর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত