Ajker Patrika

স্বস্তির ঈদযাত্রা, যাত্রীর ঢল

খান রফিক, বরিশাল
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১২: ৩২
স্বস্তির ঈদযাত্রা, যাত্রীর ঢল

এবারের ঈদুল আজহায় বাস ও লঞ্চে স্বস্তিতে বাড়ি ফিরছে বরিশালের মানুষ। যাত্রাপথের এই আশীর্বাদ নিয়ে এসেছে পদ্মা সেতু। ঈদযাত্রার শুরুতে গতকাল বৃহস্পতিবার লঞ্চে চাপ ছিল কম। তবে সড়কপথে পদ্মা সেতু পেরিয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে যেন যাত্রীর ঢল নেমেছে। যে কারণে পথে কিছুটা যানজট ছিল। যাত্রীরা অবশ্য এই ঈদযাত্রাকে অকপটে নির্ঝঞ্ঝাটই বলেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, একটির পর একটি যাত্রীবাহী বাস আসছে। যে কারণে গোটা বাস টার্মিনাল এলাকায় যানজট চোখে পড়ে। এই জট ছিল কাশিপুর থেকে সিঅ্যান্ডবি রোড পর্যন্ত।

কথা হয় বরগুনার যাত্রী মো. সুজনের সঙ্গে। তিনি বলেন, ‘যত চাপ টিকিট পেতে। পথে চাপ নেই। চোখের পলকে যেন বরিশালে পৌঁছলাম।’

গৃহিণী আসমা আক্তার অনেক দিন পর হানিফ পরিবহনে বাড়ি ফিরলেন পরিবার-পরিজনের সঙ্গে। তিনি বলেন, ‘সড়কপথে পদ্মা সেতু দেখার যেমন সাধ মিটল, তেমনি বাড়িতেও ফিরলাম সহজে।’

সাকুরা পরিবহনের যাত্রী হিমেল হোসেন বলেন, মহাসড়কটা আরও প্রশস্ত হলে আগেভাগে আসা যেত। মাঝেমধ্যে যানজটেও পড়তে হতো না।

বিআরটিসি বাসের চালক মো. মনিরুজ্জামান ঈদযাত্রা প্রসঙ্গে বলেন, শুক্রবার চাপ আরও বাড়বে।

এদিকে বরিশালের গৌরনদী থেকে বাকেরগঞ্জ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকটি স্ট্যান্ডে জট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশ এসব জায়গায় কড়া নজর রাখছে।

উজিরপুরের ইচলাদী স্ট্যান্ডে ইলিশ পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, এবার যাত্রীর চাপ কম। অন্যান্য ঈদে যেভাবে যাত্রী হয়, সে তুলনায় যাত্রী নেই।

রুমিন পরিবহনের ড্রাইভার মো. আলাল বলেন, এখন পর্যন্ত অনেক অফিস ছুটি হয়নি। তাই যাত্রীর চাপ কম। শুক্রবারের পরে বোঝা যাবে যাত্রী কী পরিমাণ হয়। বৃহস্পতিবার নথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনালে যাত্রীদের সচেতনতার জন্য মাইকিং এবং পুলিশি টহল ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, নৌপথে এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে শুরু হয়েছে। চিরচেনা সেই হইচই আর নেই। বরিশাল নৌবন্দরে ঈদের দুই দিন আগে বৃহস্পতিবার সকালে মাত্র ৬টি লঞ্চ এসে পৌঁছায়। এমভি সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, বৃহস্পতিবার তিনি বরিশালে পৌঁছেছেন চাপমুক্ত যাত্রী নিয়ে। পদ্মা সেতুর কারণে মানুষ লঞ্চে এবার কম উঠছে। যে কারণে বরিশাল নৌবন্দরে হট্টগোল নেই। শুক্রবার ঢাকা থেকে কীর্তনখোলা-২, অ্যাডভেঞ্চার-১, সুন্দরবন-১১, পারাবাত-৯, ১২, কুয়াকাটা-২, সুরভী-৭, ৯, মানামি আসতে পারে।

বৃহস্পতিবার সকালে সুন্দরবন-১০ লঞ্চে আসা যাত্রী হৃদয় হোসেন জানান, কোরবানি দেবেন গ্রামের বাড়ি। তাই লঞ্চে পরিবার নিয়ে এসেছেন। তিনি জানান, এমন শান্তির ঈদযাত্রা আর কখনো হয়নি। স্বস্তির ঈদযাত্রার একই কথা জানিয়েছেন বাকেরগঞ্জের আজিম হোসেন, রবিউল ইসলামরা।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার মাত্র ৬টি লঞ্চ বরিশালে এসেছিল। তাতে তেমন চাপ ছিল না। শুক্রবার ঢাকা থেকে বরিশালে আসার জন্য ৯টি লঞ্চ সদরঘাটে অপেক্ষমাণ আছে। গত ঈদে এই সংখ্যা ছিল দ্বিগুণ। তিনি বলেন, যাত্রীরা ঈদে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। যাত্রীর নিরাপত্তায় পুলিশ কন্ট্রোল রুম, ফায়ার ব্রিগেডের ক্যাম্প রয়েছে নৌবন্দরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত