রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় দুই শিশুকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাদের বাবা আল আমিনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার চান্দেরকান্দি শ্রীনিধি রেলওয়ে স্টেশন এলাকার অভিযান চলিয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে তাঁকে আটক করে। পরে তাঁকে রায়পুরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় মুন্না ও মুন্নি নামের ওই দুই শিশুকেও উদ্ধার করা হয়।
রায়পুরা থানা সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে আল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশু দুটিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিন সাত বছর আগে দ্বিতীয় সংসারের একটি ছেলেসহ সাকিনা বেগমকে বিয়ে করেন। পরে তাঁদের মুন্নি নামে এক কন্যার জন্ম হয়। ছয় মাস আগে দুই সন্তান স্বামীর কাছে রেখে গৃহকর্মী ভিসায় সৌদিতে পাড়ি জামান সাকিনা। গত মাসের বেতনের টাকা পাঠাতে দেরি হওয়ায় দুই সন্তানের ওপর অমানবিক নির্যাতন করে আল আমিন। সেই ভিডিও নিজেই ধারণ করে পাঠান স্ত্রীকে। পরে ওই ভিডিওগুলো সাকিনা তাঁর মামা মো. ফাহিমের কাছে পাঠান। ফাহিম ফেসবুকে ভিডিওগুলো পোস্ট করেন। গত বুধবার দুই শিশুকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) নিজ কার্যালয়ে বলেন, ‘শিশু দুটির বাবা আল আমিন মাদকাসক্ত ছিলেন। ইতিমধ্যে তাঁকে আটক করেছি আমরা। তিনি পুলিশ হেফাজতে আছেন। শিশু দুটির পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ইউএনও পারিবারিক সদস্যদের ডেকেছেন। মুচলেকা দিয়ে আল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশু দুটিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। আজ সকালে খোঁজ নিয়েছি শিশু দুটি বাবা ও দাদির সঙ্গে থাকছে। তবে আল আমিনকে নজরদারিতে রাখছি। কোনো প্রকার ব্যত্যয় দেখলে তাঁকে আইনের আওতায় আনা হবে।’
নরসিংদীর রায়পুরায় দুই শিশুকে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাদের বাবা আল আমিনকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার চান্দেরকান্দি শ্রীনিধি রেলওয়ে স্টেশন এলাকার অভিযান চলিয়ে একটি পরিত্যক্ত ভবন থেকে তাঁকে আটক করে। পরে তাঁকে রায়পুরা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এ সময় মুন্না ও মুন্নি নামের ওই দুই শিশুকেও উদ্ধার করা হয়।
রায়পুরা থানা সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে আল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশু দুটিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আমিন সাত বছর আগে দ্বিতীয় সংসারের একটি ছেলেসহ সাকিনা বেগমকে বিয়ে করেন। পরে তাঁদের মুন্নি নামে এক কন্যার জন্ম হয়। ছয় মাস আগে দুই সন্তান স্বামীর কাছে রেখে গৃহকর্মী ভিসায় সৌদিতে পাড়ি জামান সাকিনা। গত মাসের বেতনের টাকা পাঠাতে দেরি হওয়ায় দুই সন্তানের ওপর অমানবিক নির্যাতন করে আল আমিন। সেই ভিডিও নিজেই ধারণ করে পাঠান স্ত্রীকে। পরে ওই ভিডিওগুলো সাকিনা তাঁর মামা মো. ফাহিমের কাছে পাঠান। ফাহিম ফেসবুকে ভিডিওগুলো পোস্ট করেন। গত বুধবার দুই শিশুকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) নিজ কার্যালয়ে বলেন, ‘শিশু দুটির বাবা আল আমিন মাদকাসক্ত ছিলেন। ইতিমধ্যে তাঁকে আটক করেছি আমরা। তিনি পুলিশ হেফাজতে আছেন। শিশু দুটির পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ইউএনও পারিবারিক সদস্যদের ডেকেছেন। মুচলেকা দিয়ে আল আমিনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শিশু দুটিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। আজ সকালে খোঁজ নিয়েছি শিশু দুটি বাবা ও দাদির সঙ্গে থাকছে। তবে আল আমিনকে নজরদারিতে রাখছি। কোনো প্রকার ব্যত্যয় দেখলে তাঁকে আইনের আওতায় আনা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫