Ajker Patrika

তালিকায় নাম না পেয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠানপ্রধানেরা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০: ৩৪
তালিকায় নাম না পেয়ে  ক্ষুব্ধ প্রতিষ্ঠানপ্রধানেরা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকাদান শুরু হচ্ছে আজ। তাদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। তবে তালিকায় কয়েকটি প্রতিষ্ঠানের নাম না থাকা ও প্রধানদের যথাসময়ে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিষ্ঠান প্রধানেরা।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে, তালিকা থেকে বাদ পড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরবর্তী ধাপে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তারিখ পুনর্নির্ধারণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের অনলাইন জন্মনিবন্ধন সনদের ২টি ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে হবে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান জানান, সিভিল সার্জনের সরবরাহ করা তালিকায় তাদের প্রতিষ্ঠানের নাম নেই।

আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তালিকা যথাসময়ে জমা দিয়েছি। কিন্তু সিভিল সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তালিকায় নাম নেই। এ ছাড়া শালথী উচ্চ বিদ্যালয়, রামকান্দা উচ্চ বিদ্যালয়ের নামও নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী বলেন, উপজেলার মাধ্যমিক স্তরের প্রত্যেকটি প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করে জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। বাদপড়া প্রতিষ্ঠানের বিষয়ে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন মিয়া বলেন, টিকা প্রদানের তারিখ মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সকল প্রতিষ্ঠানে জানানো হচ্ছে। তালিকা থেকে বাদ পড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরবর্তী ধাপে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তারিখ পুনর্নির্ধারণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত