Ajker Patrika

আশাশুনিতে ১১ ইউপির ৫টিতে আ.লীগের জয়

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ১৪
আশাশুনিতে ১১ ইউপির   ৫টিতে আ.লীগের জয়

পঞ্চম ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন। বাকি ছয়টির মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা, দুটিতে বিএনপি-জামায়াতের স্বতন্ত্র প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র) ৭ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুচরণ মণ্ডল নৌকা প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৫ হাজার ৫৫৩টি। বুধহাটা ইউনিয়নে মাহবুবুল হক ডাবলু নৌকা প্রতীকে ৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান পেয়েছেন ৭ হাজার ২৯১ ভোট।

কুল্যায় ওমর সাকী ফেরদৌস পলাশ আনারস প্রতীকে ১০ হাজার ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বাসেত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫২৯ ভোট। দরগাহপুরে শেখ মিয়ারাজ আলী নৌকা প্রতীকে ৫ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আশাশুনি সদরে এস এম হোসেনুজ্জামান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৩১৪ টি। শ্রীউলায় দীপংকর বাছাড় দিপু আনারস প্রতীকে ৮ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

খাজরায় এসএম শাহনেওয়াজ ডালিম নৌকা প্রতীকে ৭ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনুলিয়ায় রুহুল কুদ্দুস আনারস প্রতীকে ৮ হাজার ২২৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতাপনগরে মো. দাউদ আলী আনারস প্রতীকে ৮ হাজার ৪৬০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কাদাকাটিতে দীপঙ্কর কুমার সরকার দীপ নৌকা প্রতীকে ৩ হাজার ৯৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বড়দল ইউনিয়নে জগদীশ চন্দ্র সানা ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজহারুল ইসলাম টেলিফোন প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫৪৭টি ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত