Ajker Patrika

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ২৪
গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুরে ২০২১ সালের মতো তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিলে, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীতে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ সড়ক অবরোধ করে। এ সময় তারা ২০২২ সালে সরকার ঘোষিত ৭০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ করে।

শিক্ষার্থীরা ৩০ শতাংশ সিলেবাস ও গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি করেছে। তারা গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর জয়দেবপুর-রাজবাড়ি সড়ক তথা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবরোধ ও বিক্ষোভ করে। এ দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। তিনিসহ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) রেজোয়ান আহমেদ শিক্ষার্থীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নিয়ে সড়কের দুই পাশে মানববন্ধন করে।

এ কর্মসূচিতে অংশ নেয় মহানগরীর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয়, চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উচ্চবিদ্যালয়, মেশিন টুলস ফ্যাক্টরি উচ্চবিদ্যালয়, ছোট দেওড়া অগ্রণী উচ্চবিদ্যালয়, আনোয়ার হোসেন মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত