Ajker Patrika

মামলা তুলতে হুমকি দিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৪০
মামলা তুলতে হুমকি দিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় নিহতের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে গত মঙ্গলবার হাইকোর্ট থেকে ওই চেয়ারম্যান আগাম জামিন নিয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন এ অভিযোগ করে নিহতের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন নিহত মো. রিয়াজুল শেখের স্ত্রী বিলকিস বেগম, ছেলে মো. জাকির শেখ, মামলার বাদী আলী সিদ্দিক ও তাঁর ছেলে মো. রাসেল শেখসহ আরও অনেকে। তাঁরা বলেন, গত ২৮ নভেম্বর পঞ্চসার ইউনিয়নে নির্বাচনের দিন সন্ধ্যার দিকে মুক্তারপুর গোসাইবাগ গ্রামে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী সিদ্দিকের চাচাতো ভাই মো. রিয়াজুল শেখের বাড়িতে অতর্কিত হামলা চালান চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী ওম্মে সালমা ডালিয়াসহ ৮-১০ জন। এ সময় তাঁরা বাড়িঘর ভাঙচুর করে রিয়াজুল শেখকে ব্যাপক মারধর করে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২ ডিসেম্বর আলী সিদ্দিক বাদী হয়ে চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী ওম্মে সালমা ডালিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, ৭ ডিসেম্বর মঙ্গলবার হাইকোর্ট থেকে গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী ওম্মে সালমা ডালিয়া আগাম জামিন নেন। তার পর থেকে চেয়ারম্যানের লোকজন মামলা তুলে নিতে বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে ৪টি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার পর্যন্ত করেনি বলেও অভিযোগ করেন নিহতের পরিবার। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত