Ajker Patrika

সড়ক থেকে বিদ্যুতের খুঁটি দু বছরেও সরেনি

মুলাদী প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১: ০৫
সড়ক থেকে বিদ্যুতের খুঁটি দু বছরেও সরেনি

বরিশালের মুলাদীতে দুই বছরেও অপসারণ করা হয়নি সড়কের মাঝখানের দুটি বিদ্যুতের খুঁটি। দীর্ঘদিন ধরে এ খুঁটি মুলাদী-মৃধারহাট সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সড়কটির দুই পাশ প্রশস্ত করা হলেও খুঁটির কারণে সুফল মিলছে না। এগুলো আদৌ সরানো হবে কি না এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাধে রয়েছে সংশয়।

জানা গেছে, মুলাদী-মৃধারহাট সড়কে তেরচর বাংলালিংক টাওয়ার এলাকায় পাশাপাশি বিদ্যুতের দুটি খুঁটি রয়েছে। এই খুঁটির জন্য যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে হাটের দিন সমস্যা হয় বেশি। শাখা সড়কের মুখে খুঁটি দুটি থাকায় সেখানেও গাড়ি ঢুকতে পারে না। স্থানীয় দোকানদান নেছার উদ্দীন জানান, আগে এখানে বিদ্যুতের খুঁটি ছিল না। পাশের জমি থেকে বিদ্যুতের লাইন সরিয়ে নেওয়ার সময় সড়ক ঘেঁষে খুঁটি বসানো হয়। পরবর্তীতে সড়কটি তিন ফুট চওড়া করা হলে বিদ্যুতের খুঁটি মাঝে পড়ে যায়। চরডিক্রী গ্রামের সবুজ হাওলাদার বলেন, দুই বছর আগে রাস্তাটি বড় করার সময় খুঁটি দুটি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছিল ঠিকাদারকে। ঠিকাদার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে তারা সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও নানা অজুহাতে তা সরিয়ে নেওয়া হয়নি।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের মুলাদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আনন্দ কুমার কুণ্ডু বলেন, লাইন স্থাপনের সময় রাস্তার পাশে খুঁটি বসানো হয়েছিল। পরে রাস্তা প্রশস্ত করায় খুঁটি দুটি মাঝে পড়েছে। পাশে দোকান থাকায় খুঁটি সরানো সম্ভব হচ্ছে না। বিকল্প লাইন নির্মাণ সম্ভব হলে সড়ক থেকে খুঁটি সরিয়ে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত