Ajker Patrika

কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬: ২০
কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) সাতটি বিশ্ববিদ্যালয়ের কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বাকৃবি ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া জানিয়েছেন।

ফজলুল হক ভূঁইয়া বলেন, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। ১৫ অঞ্চলে ২৪১টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় পরীক্ষার অঞ্চল, আসনবিন্যাস, রুম নম্বর সংবলিত ব্যানারের ব্যবস্থা করা হয়েছে। এতে সহজেই তাঁরা তাদের আসন খুঁজে পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টল তৈরি করেছে। এ ছাড়া বিভিন্ন জেলা সমিতি এবং অনুষদের ছাত্র সমিতির পক্ষ থেকেও বসানো হয়েছে স্টল। প্রতি বছর এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা ও আবাসনের ব্যবস্থা করে।

স্বেচ্ছাসেবী সংগঠন বাকৃবি রোটারেক্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাসেল মাহমুদ বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমরা ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য স্টল দিয়েছি। শিক্ষার্থীদের আসন পেতে সাহায্য, থাকার ব্যবস্থা করে থাকি। এ ছাড়া আমাদের সংগঠন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করি। অন্যদিকে পরীক্ষা শুরুর আগে বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা দাঁড়িয়ে থেকে বিভিন্ন বিষয়েও সহযোগিতা করি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘আমরা সব প্রস্তুতি নিয়েছি। পুলিশ প্রশাসনের সঙ্গেও আমাদের কথা হয়েছে। এ ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সহায়তা করে। উৎসবমুখর পরিবেশে আমরা পরীক্ষা নিতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত