Ajker Patrika

দ্রব্যমূল্য নাগালের বাইরে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪০
দ্রব্যমূল্য নাগালের বাইরে

ময়মনসিংহে হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৬৮ টাকা কেজি হলেও তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। একই সঙ্গে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম। ঊর্ধ্বমুখী মুরগি, খাসি ও গরুর মাংসের দামও। গতকাল রোববার সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে ঘুরে পাওয়া গেছে এমন চিত্র।

ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘দুই থেকে তিন মাস ধরে চড়া দামে সবজি কিনতে হচ্ছে। এমন কোনো সবজি নেই যে, দাম বাড়েনি। বাজারে কোনো তদারকি নেই। ব্যবসায়ীরা যেমন ইচ্ছে, দাম বাড়াচ্ছে।’

শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিক্রেতা মো. উজ্জাত মিয়া বলেন, পেঁয়াজ গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি নেই। তাই পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে।

একই বাজারের জনাব আলী স্টোরের বিক্রেতা নাজমুল বলেন, গত সপ্তাহে খোলা সয়াবিন তেল ১৭০ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া পাম তেল ১৫৫ টাকা, কোয়ালিটি ১৬৫ ও বোতলজাত ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘তেলের দাম বাড়ার খবরে আমদানি কম। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি হচ্ছে।’

এদিকে সবজি বিক্রেতা রনি মিয়া বলেন, সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। মটরশুঁটি ৮০ টাকা, কাঁচা মরিচ ৫০, টমেটো ৪০, ফুলকপি ও বেগুন ৪০, শিম ৬০, করলা ৮০, চিচিঙ্গা ৭০, শসা ৬০, কুমড়া ৬০, ঢ্যাঁড়স ১২০, বরবটি ১২০ ও মুলা ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অপরদিকে মুরগি বিক্রেতা মিজান মিয়া বলেন, ব্রয়লার মুরগি ১০ টাকা ও সোনালি মুরগি কেজিতে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া মাংস বিক্রেতা আলাউদ্দিন বলেন, খাসি ও গরুর মাংস দুই সপ্তাহ ধরে ৬২০ ও ৯৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের মাছ বিক্রেতা সুজন মিয়া বলেন, আমদানি কম থাকলে মাছ কিছুটা বেশি দামে বিক্রি হয়। সিলভার মাছ ১৮০ টাকা, ছোট রুই ২২০, বড় কাতল ৩২০, বার্মিজ ৩০০, কারপিও ২৮০, বাউস ৪০০, টাকি ৩৫০, শিং ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

কাকলী বেগম নামে আরেক ক্রেতা বলেন, ‘সাধারণ মানুষ বাঁচবে না মরবে, সরকারের কোনো চিন্তা নেই। বাজার নিয়ে কোনো নেতাকে কথা বলতে শুনিনি। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। আশা করব, সরকার এদিকে একটু নজর দেবেন।’

জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, ‘প্রশাসন প্রতিটি বাজারে তদারকি ব্যবস্থা জোরদার করছে। তারপরও কী কারণে দাম বাড়ছে, বুঝতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ