Ajker Patrika

পতিত জমিতে হাট চান গ্রামবাসী

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ৩৫
পতিত জমিতে হাট চান গ্রামবাসী

দুর্গাপুর উপজেলার আমগ্রামের নিভৃত পল্লিতে একসময় সরকারিভাবেই হাট বসত। ওই হাটে বেচাকেনা হতো কৃষিপণ্যসহ নানা জিনিস। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন সেই হাটে। প্রায় ৩০ বছর আগে হাটটি বন্ধ হয়ে যায়। ফলে সরকারি হাটের ২৫ শতক সরকারি খাসজমি তিন দশক ধরে পতিত হয়ে পড়েছিল। মাস দুয়েক আগে হাটের ‘খাস’ পতিত জমিতে গ্রামের একটি পক্ষ কলাগাছ লাগিয়ে দখলে নিয়েছিল। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীর উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত ২ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ ওই জমিতে লাগানো কলাগাছ উপড়ে ফেলে দখলমুক্ত করে সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছেন। এরপরই গ্রামবাসীর মধ্যে উৎফুল্লতা দেখা দিয়েছে। স্থানীয়রা আবারও ৩০ বছর পর ওই জমিতে হাট বসানোর প্রস্তুতি নিচ্ছেন। গ্রামবাসী একজোট হয়ে হাট বসাতে আবার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর গ্রামবাসী একজোট হয়ে ওই পতিত জমিতে আবারও হাট অথবা ঈদগাহ স্থাপনের জন্য স্থানীয় সাংসদ, ইউএনও, এসিল্যান্ড ও ভূমি অফিসে লিখিত আবেদন করে। স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মনসুর রহমান গ্রামবাসীর আবেদনের পক্ষে মত দেন। এরপর ২৪ সেপ্টেম্বর ওই গ্রামের কয়েকজন লোক সরকারি ওই জায়গায় কলাগাছ লাগিয়ে দখলে নিয়েছিলেন। এ ঘটনা নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়।

গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, এটা আরএস খতিয়ান-১ সরকারি সম্পত্তি। সেখানে অনেক আগে হাট বসত। গ্রামবাসীর দাবি আবারও ওইখানে হাট বসুক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ বলেন, ওই জায়গা দখলমুক্ত করে সাইনবোর্ড সাঁটিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা হাট অথবা ঈদগাহ করার জন্য আবেদন করেছেন। গ্রামবাসীর দাবি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত