Ajker Patrika

বাউফল উপজেলা ও পৌর বিএনপি কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৮
বাউফল উপজেলা ও পৌর বিএনপি কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

পটুয়াখালীর বাউফল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রসিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্রি স্বাক্ষরিত বাউফল উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মো. শাহজাদা মিয়াকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মো. অলিয়ার রহমানকে সদস্যসচিব করে অপর দিকে মো. হুয়ায়ুন কবীরকে আহ্বায়ক ও এটিএম মিজানুর রহমানকে সদস্যসচিব করে উভয় কমিটিতে মোট ৩১ সদস্য রেখে কমিটি গঠন করা হয়।

ওই কমিটি গঠনের এক সপ্তাহ পড়ই ২ ডিসেম্বরর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি স্থগিত করে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে সাংগঠনিক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এরপর বাউফল উপজেলা বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার গ্রুপ ও কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন গ্রুপের সঙ্গে একাধিক বৈঠক করে কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ বৈঠক শেষে কেন্দ্রীয় কমিটি গতকাল পূর্বের কমিটিই বহাল রেখে স্থগিতাদেশ প্রত্যাহার করেন।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শাহজাদা মিয়া বলেন, কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি সমন্বয়ের জন্য কমিটিতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ কাউকে নতুন করে অন্তর্ভুক্তি করা যাবে বলে একটি নির্দেশনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত