Ajker Patrika

নগরীতে আয়কর তথ্যসেবা কেন্দ্র চালু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ১৪
নগরীতে আয়কর তথ্যসেবা কেন্দ্র চালু

ময়মনসিংহে আয়কর তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেছে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। এই সেবা কেন্দ্র এক মাস চালু থাকবে। গত সোমবার বিকেলে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন কার্যালয় চত্বরে কেন্দ্রের উদ্বোধন করেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন ও সাধারণ সম্পাদক সজল ইসলাম রতন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কার্যকরী নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফখরুজ্জামান, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, আজিজুল হাই সোহাগ, তৌকির আহমেদ, পূর্নেন্দু তালুকদার, ইন্দ্রজিৎ ভৌমিক, আবু রাশেদ নোমান, শফিকুজ্জামান বাবু প্রমুখ।

উদ্বোধন শেষে বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিক হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আয়কর মেলার পরিবেশে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। এই অঞ্চলের করদাতাদের সেবা গ্রহণের জন্য আয়কর রিটার্ন দাখিলে বিনা মূল্যে আইনগত সেবা দিতে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে।

সাদিক হোসেন আরও বলেন, এখানে করদাতাদের বিনা মূল্যে সেবা দেবেন আইনজীবীরা। এই সেবা কেন্দ্র আগামী ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন পর্যন্ত চালু থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত