Ajker Patrika

খাসজমি চিহ্নিত ও উদ্ধার করা হচ্ছে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১০: ৫৪
খাসজমি চিহ্নিত ও উদ্ধার করা হচ্ছে

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খাসজমি চিহ্নিত এবং উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে উপজেলার ভূমি সহকারী ও উপসহকারীরা খাসজমি চিহ্নিত করার কাজ করছেন।

জানা গেছে, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী ৮ মার্চ ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি খাসজমি চিহ্নিত করে সীমানা নির্ধারণ ও উদ্ধারের জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইউনিয়ন ভূমি অফিস সহকারী ও উপসহকারীরা কাজ আসছেন।

এ বিষয়ে পৌর তহশিলদার মো. ফরিদুল ইসলাম পাটওয়ারী জানান, পৌর এলাকার ১৪ দশমিক ৬৯৩৬ একর খাসজমির মধ্যে ১০ দশমিক ৫৫ একর জমি চিহ্নিত করা হয়েছে।

পাইকপাড়া উত্তর ও পাইকপাড়া দক্ষিণ তহশিলদার মো. ওমর ফারুক পাটওয়ারী জানান, পাইকপাড়া উত্তর ইউনিয়নে ৩ দশমিক ৪৪ একর এবং দক্ষিণ ইউনিয়নে ২ দশমিক ৬৪৫০ একর খাসজমি চিহ্নিত করা হয়েছে।

সুবিদপুর পশ্চিম ইউনিয়ন তহশিলদার মো. আব্দুল সাত্তার জানান, সুবিদপুর ইউনিয়নে ৮ দশমিক ০৬ একর খাসজমি চিহ্নিত করা হয়েছে।

ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উপজেলার সব ভূমি অফিসে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হলে অনেক খাসজমি উদ্ধার হবে। আর সরকারি কোষাগারে রাজস্ব জমা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার বলেন, ‘খাসজমিগুলো চিহ্নিত না থাকায় অনেক জমি বেদখলে রয়েছে। খাসজমিগুলো চিহ্নিত করার পর যথাযথ প্রক্রিয়ায় লিজ দেওয়া সম্ভব হবে। এতে সরকারি কোষাগারে বিশাল অঙ্কের রাজস্ব জমা হবে। বঞ্চিত মানুষজন সুবিধা ভোগ করতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত