Ajker Patrika

শেরপুরে বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
শেরপুরে বিনা-১৭ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুরে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বাজারীপাড়া এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) র আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিনার নালিতাবাড়ী উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপপরিচালক ড. মোহিত কুমার দে, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. সুলতান আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রুবাইয়া ইয়াসমিন ও খামার ব্যবস্থাপক কৃষিবিদ শফিকুজ্জামান। বিনার নালিতাবাড়ীর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফ হোসেন, স্থানীয় কৃষক গোলাপ হোসেন, সুলতান মিয়া প্রমুখ।

মাঠ দিবসে বক্তারা বলেন, বিনা-১৭ জাতের উচ্চফলনশীল ধান স্বল্প জীবনকালীন হওয়ায় কৃষকেরা অন্যান্য ধানের অন্তত দুই সপ্তাহ আগে এই ফসল ঘরে তুলতে পারছেন। এতে তাঁরা বোরো আবাদের আগে সরিষা বা আলু চাষ করতে পারবেন। সেই সঙ্গে বছরজুড়ে কৃষকেরা তাঁদের জমিতে তিন ফসলের আবাদ করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত