Ajker Patrika

পেট্রল ঢেলে চা দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ০৬
পেট্রল ঢেলে চা দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

যশোরের মনিরামপুরের ঘুঘুরাইল গ্রামে পেট্রল ঢেলে মুহিদুল ইসলাম নামের এক ব্যক্তির চা-দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত মধ্য রাতে ঘটনাটি ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক মহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী মহিদুল ইসলাম বলেন, ‘বাড়ির সঙ্গেই আমার চায়ের দোকান ছিল। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি আসি। রাতে খাবারের খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত দেড়টার দিকে বাড়ির পাশের লোকজন আমাকে জাগিয়ে তোলেন। উঠে দেখি আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে।’

মহিদুল আরও বলেন, ‘আমি বাড়ি যাওয়ার পরে কেউ পেট্রল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন। আশপাশের লোকজন টের পেয়ে এগিয়ে এসে আগুন নেভান। আমার তেমন কোনো শত্রু নেই। কয়েক দিন আগে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়েছে। নির্বাচনে আমার চাচাতো ভাই ইউনুস আলী ভোট করে হেরে গিয়েছেন। ভাই হিসেবে তাঁর ভোট করেছিলাম। এতেই কেউ শত্রুতা করে এমনটা করেছেন।’

আলিমের চাচাতো ভাই, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম বলেন, ‘মাঝরাতে মানুষের হইচই শুনে বাইরে গিয়ে দেখি মহিদুলের দোকানে আগুন জ্বলছে। আমি তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে কল দিই। অবশ্য ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।’ তিনি আরও বলেন, ‘ইউপি নির্বাচনে মহিদুল আমার পক্ষে কাজ করেছিল। নির্বাচনে আমি হেরে গিয়েছি। আমার সন্দেহ আমার প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছে।’

মনিরামপুর থানার ডিউটি অফিসার এস্কেন্দার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোকানদার সুনির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত