Ajker Patrika

ভারী যানবাহনের চাপে রাস্তার দফারফা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৬
ভারী যানবাহনের চাপে রাস্তার দফারফা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাটি কাটার ভেকু ও মাহিন্দ্রা গাড়ি চলায় সেতুর অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে গেছে। উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া-মির্জাকান্দা ব্রিজের উত্তর পাশে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। সে মাটি বহন করে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা গাড়ি। ভারী এ যান চলাচলে পিচ উঠে অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে গেছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে ছোট-বড় দুর্ঘটনা।

গত রোববার সরেজমিন দেখা যায়, ব্রিজের উত্তর পাশে ফসলি জমির মাটি কাটা হচ্ছে ভেকু মেশিন দিয়ে, আর সেই মাটি মাহিন্দ্রা গাড়ি দিয়ে বহন করে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ভারী গাড়ি চলার কারণে রাস্তার পিচ খসে অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়েছে। এর ফলে রাস্তার একপাশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

মির্জাকান্দা গ্রামের কৃষক মো. আলী হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। সেই মাটি বহন করে নিয়ে যাচ্ছে মাহিন্দ্রা গাড়ি। এ কারণে রাস্তার এই অবস্থা।’

পথচারী ইয়াসমিন আক্তার বলেন, ‘অটোরিকশা দিয়ে যাওয়া যায় না, খুব কষ্ট হয়। অতিরিক্ত ঝাঁকুনিতে কোমরে ব্যথা করে। প্রশাসনের কাছে দাবি, আমাদের দুর্ভোগ লাঘবে যেন দ্রুত ব্যবস্থা নেয়।’

অটোরিকশাচালক মনির হোসেন বলেন, খারাপ রাস্তার কারণে সেতুতে ওঠা যায় না। সেতুর এ পাশে ভাঙা। নামার সময় গাড়ি উল্টে পড়ে যেতে চায়। এ ছাড়া রাস্তার অবস্থা ভালো না।’

রাজানগর ইউপির চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি খোঁজখবর নেব। আর যারা ব্রিজের পাশে ফসলি জমির মাটি কাটছে, তাদের মাটি কাটা বন্ধ করে দেব। এ বছর আমরা নতুন করে রাস্তা মেরামতের জন্য আবেদন করব।’

উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘আমি ওই এলাকায় লোক পাঠাচ্ছি। তাঁরা আমাকে জানালে তারপর ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত