Ajker Patrika

তীরের পাথর তোলা বন্ধ

হোসেন রায়হান, পঞ্চগড়
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৪৯
তীরের পাথর তোলা বন্ধ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর পাঁচ কিলোমিটার তীর এলাকায় খনন ও পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও নদীর তীর সংরক্ষণে এই পদক্ষেপ নেওয়া হলেও স্থানীয় ব্যবসায়ীরা পাথর উত্তোলনের দাবি জানাচ্ছেন।

৮ মার্চ উপজেলা প্রশাসনের চিঠি বিজিবি, পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, নদীতীরবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনা শতাধিক বছরের পুরোনো ডাকবাংলো ভবন, পিকনিক কর্নার, কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, তেঁতুলিয়া থানা ভবন, পুরোনো বাজার, শিবমন্দিরসহ প্রায় ৭০০ একর আবাদি জমি রয়েছে। এ জন্য ডাকবাংলো থেকে পুরান বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় নদীতীর সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ওই পাঁচ কিলোমিটার এলাকায় পাথর উত্তোলন বন্ধ করায় এলাকার পাথরশ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা মহানন্দা নদীর মধ্যবর্তী স্থানে পাথর উত্তোলন চালু রাখার দাবি জানিয়েছেন।

প্রশাসনের এই আদেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে স্থানীয় বিবিজির ভূমিকা মুখ্য বলে এলাকার সচেতন মহল মনে করছে। এ বিষয়ে বিজিবি তেঁতুলিয়া কোম্পানি সদরে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত তারা প্রশাসনের কোনো নির্দেশনা পায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর জানায়, ওই চিঠি ক্যাম্পে পাঠানো হলে বিজিবি সদর কোম্পানি সুবেদার তা গ্রহণ করেননি, পরে তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে।

তেঁতুলিয়া উপজেলার পুরান বাজার এলাকার পাথর ব্যবসায়ী শাহাদাৎ হোসেন জানান, তাঁর পাথর কোয়ারিতে কাজ করেন প্রায় ৮০০ শ্রমিক। এঁরা গ্রুপ করে প্রতিদিন নদীর অববাহিকা থেকে পাথর তুলে আসছেন। হঠাৎ এই এলাকায় পাথর সংগ্রহ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন এসব শ্রমিক।

তেঁতুলিয়ার সর্দার পাড়া গ্রামের মরিয়ম জোসনা রাবেয়া ও দরজি পাড়া গ্রামের শাহেরা বেওয়া বলেন, ‘মহানন্দার পাথর বাছাই ও নেটিং করে আমাদের সংসার চলে, হঠাৎ করে পাথর তোলা বন্ধ হয়ে পড়ায় আমরা কর্মহীন হয়ে পড়েছি।’

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ‘উপজেলা প্রশাসনের চিঠি পেলে পানি উন্নয়ন বোর্ড সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘মহানন্দা নদীর পাঁচ কিলোমিটার এলাকায় পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি এলাকা উন্মুক্ত রাখা হয়েছে। স্বাধীনতার তীর্থভূমি ৭১-এর মুক্তাঞ্চল, তেঁতুলিয়া ডাকবাংলোসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত