Ajker Patrika

উন্নত চরিত্র গঠনের শপথ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৩৫
উন্নত চরিত্র গঠনের শপথ

নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষায় উন্নত চরিত্র গঠনের শপথ নিয়েছে শিক্ষার্থীরা। রীতিমতো শপথ করে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন করেছে পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুর জেলা সদরের পালং উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ শপথ নেওয়ার অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে পরিবেশবান্ধব গাছ উপহার দেওয়া হয়।

মতবিনিময় সভায় দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন বলে, ‘বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মাদকাসক্ত, তাদের অনেকেই স্কুলে আসে না। এটা আমাদের ব্যথিত করে। আমরা সকলেই পড়াশোনা করতে চাই। নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পড়ালেখার বিকল্প নেই। যারা স্কুলের বাইরে আছে, তাদের স্কুলে আনাটা জরুরি।’

নবম শ্রেণির ছাত্রী নুসরতা জাহান বলে, ‘করোনায় স্কুল বন্ধ ছিল, অবরুদ্ধ সময়ে অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। আজকের (সোমবার) এই অনুষ্ঠান থেকে আমরা শপথ নেই, নিজেরা বাল্যবিবাহে জড়াব না এবং কারও বাল্যবিবাহ হলে তা ঠেকাব। যারা স্কুলে আসে না তাদের স্কুলে নিয়ে আসব।’

অনুষ্ঠানে পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হালিম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কার্যকরী সদস্য নাঈম নকিব ও শাহেদ হোসেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘করোনার কারণে দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ সুযোগে অনেক কিশোর-তরুণ মাদক ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের সেখান থেকে ফিরিয়ে স্কুল-কলেজে আনতে হবে। আমাদের এই সংগঠন সারা দেশে ঘুরে ঘুরে কাজটা করবে।’

শিক্ষার্থীদের শপথ পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। তিনি বলেন, ‘করোনায় শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। অনেক ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। অনেকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়ে জড়িয়ে পড়েছে। এ সব জায়গা থেকে তাদের বের করে আনতে হবে। এ কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সচেতনতা মূলক অনুষ্ঠান ও শপথ পাঠের অনুষ্ঠান করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত