Ajker Patrika

কমিটি না থাকায় কার্যক্রম স্থবির

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
কমিটি না থাকায় কার্যক্রম স্থবির

নরসিংদীতে রায়পুরা সরকারি কলেজ, নরসিংদী সরকারি টেকনিক্যাল কলেজ ও রায়পুরা পৌরসভায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই। এতে জেলার এই তিন ইউনিটে দীর্ঘদিন ধরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে আছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওই তিন ইউনিটে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। এদিকে উপজেলা ছাত্রলীগ বলছে, ২০১৭ সাল থেকে এই তিন ইউনিটের দায়িত্ব নিয়েছে জেলা কমিটি। তাদের এ নিয়ে করণীয় কিছু নেই। অন্যদিকে জেলা ছাত্রলীগ বলছে, যেকোনো সময় কমিটি দিতে তারা প্রস্তুত রয়েছে।

স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জেলা কমিটির এই তিন ইউনিটে কমিটি গঠনের লক্ষ্যে নেতা-কর্মীদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এরপর এখনো কোনো কমিটি হয়নি। সরকারি কলেজ শাখার সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক স্বাধীন আহাম্মদ জাকির দীর্ঘ ছয় বছর দায়িত্বে আছেন। পৌর ছাত্রলীগ কমিটি চলছে ১১ বছরের পুরোনো কমিটি দিয়ে। এ কারণে এসব ইউনিটে দেখা দিয়েছে বিভাজন। তাই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে দ্রুত এসব ইউনিটে কমিটির দেওয়ার দাবি তাঁদের।

সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সভাপতি মো. রমজান বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সম্মেলন নেই। এতে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। আমরা চাই দ্রুত সব ইউনিটে ছাত্রলীগের কমিটি গঠন করা হোক। সম্মেলনের মাধ্যমে তরুণদের হাতে নেতৃত্ব দেখতে চাই।’

রায়পুরা সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান তুষার বলেন, ‘জেলা ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী ২০১৭ সালের ১৩ ডিসেম্বর জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। দীর্ঘ চার বছর ধরে কমিটি হচ্ছে না।’

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন বলেন,‘ আগে তিনটি কমিটি উপজেলা কমিটির অধীনে পরিচালিত হতো। এখন এসব কমিটি পরিচালিত হয় জেলা কমিটির অধীনে। তাই আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না।

নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। যেকোনো সময় কমিটি দিতে আমরা প্রস্তুত। ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে কমিটি হলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।’

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সাগর হোসেন সোহাগ বলেন, ‘করোনার কারণে আমাদের অনেক কার্যক্রম আটকা পরেছে। তা না হলে এতদিনে অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারতাম। আগামী সপ্তাহে জেলায় সফর করে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত