রাসেল মাহমুদ, ঢাকা
গত জানুয়ারি মাসে ঢাকা থেকে মালবোঝাই কাভার্ড ভ্যান চালিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন নাজমুল হোসেন। চট্টগ্রামের বারইহাট এলাকায় মহাসড়কের এক পাশে গাড়ি থামিয়ে বিরতি নিচ্ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের কিছু অংশ ভেঙে যায়। পরে পুলিশের সহযোগিতা চাইতে গেলে টহলরত পুলিশ জানায়, এটি তাদের এখতিয়ারে নয়। পরদিন বারইহাট পুলিশ ফাঁড়িতে গেলে তারা হাইওয়ে পুলিশের কাছে যেতে বলে। পরে হাইওয়ে পুলিশ জানায়, এলাকাটি তাদের অধীনে নয়। শেষ পর্যন্ত মামলা না করেই ফিরে যান নাজমুল।
সিলেট মহানগরের বালাগঞ্জ এলাকায় গত ১৮ মার্চ একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় পড়ে। চালক মো. ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে ঘটনাটা ঘটে। কাদের এলাকায় হয়েছে, তা জানতাম না। সিলেটে হাইওয়ে পুলিশের সঙ্গে প্রথম কথা হয়। তারা জানায়, এলাকাটি তাদের নয়। পরে জানতে পারি, ঘটনাস্থলটি মেট্রোপলিটন পুলিশের অধীনে।’
জানা যায়, দেশের ২১ হাজার ৮৮৮ কিলোমিটার মহাসড়ক নিয়ন্ত্রণে কাজ করে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও মহানগর পুলিশ। গাজীপুরের টঙ্গী থেকে জৈনাবাজার পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া অংশ হাইওয়ে পুলিশের অধীনে। ভোগড়া থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত গাজীপুর মহানগর পুলিশের অধীনে। আর রাজেন্দ্রপুর থেকে জৈনাবাজার পর্যন্ত জেলা পুলিশের অধীনে। এ ছাড়া আইন অনুযায়ী, মহাসড়কে দুর্ঘটনা, চোরাচালান ও মাদক উদ্ধারের দায়িত্ব হাইওয়ে পুলিশের।
মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা ও অপরাধস্থল নির্ধারণের কাজ করে থানা-পুলিশ। ফলে সহায়তার প্রয়োজন হলে পুলিশের কোন সংস্থার কাছে যাবে, তা খুঁজে বের করতেই বেগ পেতে হয় বাসচালক, মালিকসহ ভুক্তভোগীদের।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘মহাসড়কের কোথাও হাইওয়ে পুলিশ, কোথাও জেলা বা থানা-পুলিশ আবার কোথাও মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ করে। ফলে মামলা করতে গেলে কার কাছে যাব, তা নিয়ে দ্বিধায় পড়তে হয়।’
গত ফেব্রুয়ারিতে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায়ও বিষয়টি তুলে ধরা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, মহাসড়কের একেক অংশ পুলিশের একেক সংস্থার অধীনে থাকায় দুর্ঘটনা বা অপরাধ হলে ভুক্তভোগীদের বিড়ম্বনায় পড়তে হয়। পুরো মহাসড়ক হাইওয়ে পুলিশের অধীন হলে এই ভোগান্তিটা দূর হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দেশের ২ হাজার ৯৯০ দশমিক ৭৫ কিলোমিটার মহাসড়ক হাইওয়ে পুলিশের অধীনে। ২ হাজার ৮৭৪ জন সদস্য নিয়েই হাইওয়ে পুলিশকে এই দায়িত্ব সামলাতে হয়।
পুরো মহাসড়ক নিয়ন্ত্রণের সক্ষমতা আছে কি না, জানতে চাইলে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ২২ হাজার কিলোমিটার মহাসড়কের নিরাপত্তার নিয়ন্ত্রণ হাইওয়ে পুলিশের অধীনে হলে এ ক্ষেত্রে জনবল, অবকাঠামোগত বিষয়গুলো দিতে হবে। আমাদের ইউনিটের সংখ্যা বাড়াতে হবে। ইতিমধ্যে ৩ হাজার কিলোমিটার মহাসড়কের জন্যই ২টি রিজিওন, ১টি ট্রেনিং সেন্টার, ৩০টি সার্কেল ও ৬৮টি থানার জন্য ৬ হাজার জনবলের প্রস্তাব করা হয়েছে।’
ওসমান আলী বলেন, পুলিশের এক ইউনিটের নিয়ন্ত্রণে থাকলে ভোগান্তি কম হবে। মহাসড়কের যেসব অংশ জেলা পুলিশের অধীনে রয়েছে, সেসব অংশ যেন হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে দেওয়া হয়।
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘দাবিটির যৌক্তিকতা আছে। এটি বাস্তবায়ন করতে হবে, আমাদের সক্ষমতাও বাড়াতে হবে।’
গত জানুয়ারি মাসে ঢাকা থেকে মালবোঝাই কাভার্ড ভ্যান চালিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন নাজমুল হোসেন। চট্টগ্রামের বারইহাট এলাকায় মহাসড়কের এক পাশে গাড়ি থামিয়ে বিরতি নিচ্ছিলেন। হঠাৎ একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানের কিছু অংশ ভেঙে যায়। পরে পুলিশের সহযোগিতা চাইতে গেলে টহলরত পুলিশ জানায়, এটি তাদের এখতিয়ারে নয়। পরদিন বারইহাট পুলিশ ফাঁড়িতে গেলে তারা হাইওয়ে পুলিশের কাছে যেতে বলে। পরে হাইওয়ে পুলিশ জানায়, এলাকাটি তাদের অধীনে নয়। শেষ পর্যন্ত মামলা না করেই ফিরে যান নাজমুল।
সিলেট মহানগরের বালাগঞ্জ এলাকায় গত ১৮ মার্চ একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনায় পড়ে। চালক মো. ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে ঘটনাটা ঘটে। কাদের এলাকায় হয়েছে, তা জানতাম না। সিলেটে হাইওয়ে পুলিশের সঙ্গে প্রথম কথা হয়। তারা জানায়, এলাকাটি তাদের নয়। পরে জানতে পারি, ঘটনাস্থলটি মেট্রোপলিটন পুলিশের অধীনে।’
জানা যায়, দেশের ২১ হাজার ৮৮৮ কিলোমিটার মহাসড়ক নিয়ন্ত্রণে কাজ করে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও মহানগর পুলিশ। গাজীপুরের টঙ্গী থেকে জৈনাবাজার পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া অংশ হাইওয়ে পুলিশের অধীনে। ভোগড়া থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত গাজীপুর মহানগর পুলিশের অধীনে। আর রাজেন্দ্রপুর থেকে জৈনাবাজার পর্যন্ত জেলা পুলিশের অধীনে। এ ছাড়া আইন অনুযায়ী, মহাসড়কে দুর্ঘটনা, চোরাচালান ও মাদক উদ্ধারের দায়িত্ব হাইওয়ে পুলিশের।
মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা ও অপরাধস্থল নির্ধারণের কাজ করে থানা-পুলিশ। ফলে সহায়তার প্রয়োজন হলে পুলিশের কোন সংস্থার কাছে যাবে, তা খুঁজে বের করতেই বেগ পেতে হয় বাসচালক, মালিকসহ ভুক্তভোগীদের।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘মহাসড়কের কোথাও হাইওয়ে পুলিশ, কোথাও জেলা বা থানা-পুলিশ আবার কোথাও মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ করে। ফলে মামলা করতে গেলে কার কাছে যাব, তা নিয়ে দ্বিধায় পড়তে হয়।’
গত ফেব্রুয়ারিতে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায়ও বিষয়টি তুলে ধরা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, মহাসড়কের একেক অংশ পুলিশের একেক সংস্থার অধীনে থাকায় দুর্ঘটনা বা অপরাধ হলে ভুক্তভোগীদের বিড়ম্বনায় পড়তে হয়। পুরো মহাসড়ক হাইওয়ে পুলিশের অধীন হলে এই ভোগান্তিটা দূর হবে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দেশের ২ হাজার ৯৯০ দশমিক ৭৫ কিলোমিটার মহাসড়ক হাইওয়ে পুলিশের অধীনে। ২ হাজার ৮৭৪ জন সদস্য নিয়েই হাইওয়ে পুলিশকে এই দায়িত্ব সামলাতে হয়।
পুরো মহাসড়ক নিয়ন্ত্রণের সক্ষমতা আছে কি না, জানতে চাইলে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ২২ হাজার কিলোমিটার মহাসড়কের নিরাপত্তার নিয়ন্ত্রণ হাইওয়ে পুলিশের অধীনে হলে এ ক্ষেত্রে জনবল, অবকাঠামোগত বিষয়গুলো দিতে হবে। আমাদের ইউনিটের সংখ্যা বাড়াতে হবে। ইতিমধ্যে ৩ হাজার কিলোমিটার মহাসড়কের জন্যই ২টি রিজিওন, ১টি ট্রেনিং সেন্টার, ৩০টি সার্কেল ও ৬৮টি থানার জন্য ৬ হাজার জনবলের প্রস্তাব করা হয়েছে।’
ওসমান আলী বলেন, পুলিশের এক ইউনিটের নিয়ন্ত্রণে থাকলে ভোগান্তি কম হবে। মহাসড়কের যেসব অংশ জেলা পুলিশের অধীনে রয়েছে, সেসব অংশ যেন হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে দেওয়া হয়।
এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘দাবিটির যৌক্তিকতা আছে। এটি বাস্তবায়ন করতে হবে, আমাদের সক্ষমতাও বাড়াতে হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫