Ajker Patrika

চেয়ারম্যানের অপসারণ দাবি

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ০১
চেয়ারম্যানের অপসারণ দাবি

নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকারকে অপসারণের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চরদিঘলদী বাজারে স্থানীয় লোকজন এই সভা করেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ছাফির উদ্দিন প্রধান। এ সময় বক্তব্য দেন চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহীন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান আবু মনসুর সরকার সন্ত্রাসীদের গডফাদার, জুয়াড়ি, ও টেঁটা যুদ্ধবাজ। তাঁর কারণে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাঁর ছেলেও সন্ত্রাসী। এলাকাবাসী ভবিষ্যতে আর এমন সন্ত্রাসী চেয়ারম্যান দেখতে চান না। ওই সভায় বিভিন্ন অপকর্মের মদদদাতা চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকারের বিচার ও অপসারণ দাবি করা হয়।

প্রতিবাদ সভায় উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকার বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। আমি কোনো ঝগড়া ও সন্ত্রাসী কমর্কান্ডের মধ্যে ছিলাম না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত